চট্টগ্রাম   মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪  

শিরোনাম

রাঙ্গামাটি এটিআই'র শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৫০ পিএম, ২০২২-০৬-০৭

রাঙ্গামাটি এটিআই'র শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট(এটিআই )'তে শিক্ষক সংকট,পরিবহন সংকটসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট (এটিআই)’এর প্রায় দুইশো শিক্ষার্থী।

মঙ্গলবার (৭জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে তালা ঝুঁলিয়ে দিয়ে মুর্হুমুর্হ শ্লোগান দিয়ে তাদের দাবি আদায়ে বিভিন্ন পোষ্টার-ফেষ্টুন হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বেলা দুইটা পর্যন্ত অবস্থায় নেয়।এসময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কর্মকর্তা-কর্মচারীরা ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীদের উদ্ধর্তন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেধে দিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

তারা বলেন,৭২ ঘন্টার সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে লাগাতার ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দেয়।  শিক্ষার্থীদের অভিযোগ, ২০০৬ সাল থেকেই রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এটিআইয়ে ১৬ জনের স্থলে মাত্র দুইজন শিক্ষক দিয়ে এখন পর্যন্ত পাঠদান অব্যাহত রাখা হয়েছে।
 রাঙামাটি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত একমাত্র কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানটিতে যাওয়া আসার জন্য নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থাও নাই। এছাড়াও প্রতিষ্ঠানটির-খাগড়াছড়ি প্রধান সড়কের সাথে লাগোয়া হওয়ার পরেও সম্মুখ সড়কে দেওয়া হয়নি স্প্রিড ব্রেকার। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ।

এমতাবস্থায় বারবার দাবি জানিয়ে আসলেও বিগত এক দশকেও  রাঙ্গামাটির এটিআইয়ে পরিবহন ও শিক্ষক সংকট নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্দোলনরত ৭ম সেমিষ্টারের শিক্ষার্থীরা জানায়, আগামী আগস্টে আমাদের ফাইনাল পরীক্ষা, তারপর আমরা এখান থেকে পাশ করে বের হয়ে যাব। কিন্তু বিগত চার বছরে শিক্ষকবিহীন এই প্রতিষ্ঠান থেকে আমরা কি শিখলাম আর জাতিকে আমরা কি-ইবা দিতে পারব? এমতাবস্থায় আগামী প্রজন্মের জন্য আমরা আন্দোলন শুরু করেছি। তারা যেন আমাদের মতো পরিস্থিতির শিকার না হয়।

এসময় শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের দাবিতে ৭ম সেমিষ্টারের শিক্ষার্থী মঞ্জুরুল আলম মুজাহিদ, ফয়সাল আহমেদ ভূঁইয়া, মাহফুজ আহাম্মেদ, তৌশা গেচি ত্রিপুরা, ৫ম সেমিস্টারের কেনি চাকমা, প্রণয় চৌধুরী, ৩য় সেমিস্টারের ফারিয়া ইসলাম ও প্রথম সেমিস্টারের সুমি আক্তার বক্তব্য রাখেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন  রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতিক উল্লাহ। পরবর্তীতে  রাঙ্গামাটি কৃষি বিভাগের পরিচালক, উপ-পরিচালকসহ উদ্ধর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলাপ করলে, দাবি পূরণে আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম বেধে দেয় শিক্ষার্থীরা। এসময় কর্তৃপক্ষ তাদের দাবি দাওয়া পূরনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে আন্দোলন কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করে।
এ বিষয়ে নিয়ে জানতে চাইলে  রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতিক উল্লাহ বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তিক। আমিসহ মোট দুইজন শিক্ষক এখানে অবস্থান করছি এবং মাঝে মধ্যে কৃষি অফিস থেকে অফিসারদের এনে শিক্ষার্থীদের ক্লাস নিয়ে আসছি। তিনি জানান,  রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিগত দুই বছর ধরে অধ্যক্ষের পদটি খালি রয়েছে। এছাড়াও বিগত এক দশক উপাধ্যক্ষ পদে-১, মূখ্য প্রশিক্ষক-৪, উদ্ধর্তন প্রশিক্ষক-১, প্রশিক্ষক-৭জনের একজনও নাই। ১৬জনের মধ্যে মাত্র দুইজন নিয়েই চলছে  রাঙ্গামাটির কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা শীঘ্রই এসব বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আমাকে আশ্বাসস্থ করেছেন।

তিনি জানান, আমি প্রতি মাসেই অত্র প্রতিষ্ঠানের সংকটগুলোর সার্বিক চিত্র তুলে ধরে উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পত্র পাঠিয়েছি। এবার ৪০তম বিসিএস এর মাধ্যমে আগামী একমাসের মধ্যেই শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা না থাকার কারনে শহর থেকে দূরে হওয়ায় শিক্ষার্থীরাও কষ্ট করে আসে ।পরিবহন সংকটের বিষয়টি নিয়েও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাজেদ সওয়ার জুয়েল রানা (২০) নামে এক মাদক কারবারিকে আট...বিস্তারিত


রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ জেএসএস এর এক সন্ত্রাসী আটক 

রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ জেএসএস এর এক সন্ত্রাসী আটক 

রাঙ্গামাটি প্রতিনিধি : : পাহাড়ে অপহরণ, চাঁদাবাজিসহ সশস্ত্র তৎপরতায় লিপ্ত আঞ্চলিকদল জেএসএস এর সক্রিয় এক সন্ত্রাসীকে আটক কর...বিস্তারিত


বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ২৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ৬

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ২৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি: : টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে ...বিস্তারিত


সাজেকের সড়কে পাহাড় ধ্বস, আটকে আছে হাজারো পর্যটক

সাজেকের সড়কে পাহাড় ধ্বস, আটকে আছে হাজারো পর্যটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : ভারী বর্ষণের ফলে রাঙামাটির সাজেকে সড়কের উপর পাহাড় ধ্বস হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক...বিস্তারিত


খাগড়াছড়িতে সংবর্ধিত সাফ জয়ী মনিকা চাকমারা

খাগড়াছড়িতে সংবর্ধিত সাফ জয়ী মনিকা চাকমারা

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়িতে সাফ জয়ী তিন ফুটবল খেলোয়াড়সহ চারজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সক...বিস্তারিত


বান্দরবানে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বান্দরবানে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের লামা উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর