চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

মীরসরাইয়ে জন্মনিবন্ধন সেবায় ভোগান্তির কবলে স্থানীয়রা   

মীরসরাই প্রতিনিধি :    |    ০৬:৫০ পিএম, ২০২২-০৪-২৩

মীরসরাইয়ে জন্মনিবন্ধন সেবায় ভোগান্তির কবলে স্থানীয়রা   

মীরসরাইয়ের ১৬টি ইউনিয়নে জন্মনিবন্ধন সনদ পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের। পাসপোর্ট, মৃত্যু সনদ, বিয়ে নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ ১৭টি সেবার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করে সরকার।

মীরসরাই উপজেলার সবকটি ইউনিয়নে গুরুত্বপূর্ণ এই সনদ নিতে কিংবা সংশোধন ও অনলাইন করার অজুহাতে নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন সেবা গ্রহণকারী নাগরিকরা। সে সঙ্গে জন্ম সনদের জন্য নানান ধরনের অজুহাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সম্প্রতি উপজেলার বেশকিছু ইউনিয়নের ডিজিটাল সেবা কেন্দ্রে সরেজমিনে নাগরিকদের ভোগান্তির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইছাখালী ইউনিয়নের তারেক জানান, তাঁর ছোট বোনের জন্মনিবন্ধন আবেদন করার একমাস অপেক্ষা করেও সে সনদ পায়নি। আবার অনেকে টাকা দিয়েও মাসের পর মাস ঘুরেও মিলছে না জন্মসনদ। 

হিঙ্গুলী ইউনিয়নের এক ভোক্তভোগী জানান, জন্মনিবন্ধনের ফি তিনবার দেওয়া হলেও চারবারের সময় দেখা যায় অনলাইনে জন্মনিবন্ধন আপলোড করা হয় নাই। পরে পুনরায় সংশোধনের ফি দিয়ে আবেদন করে অনলাইনে আপলোড করে নতুন সনদ নেয়া হয়। সেক্ষেত্রে প্রত্যেকটি আবেদন হতে অতিরিক্ত টাকা নেওয়ার চিত্র দেখা যায়। জন্মনিবন্ধন আবেদন সংশোধন, মৃত্যু নিবন্ধন আবেদনের জন্য "স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং ৪৬.০০.০০০০.০১৮.২২.০০১.১৭ - ৭৬০" অনুযায়ী জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত নিবন্ধন বিনা ফি, জন্ম বা মৃত্যুর ৪৫ দিন হতে ৫ বৎসর পর্যন্ত ২৫ টাকা, জন্ম বা মৃত্যুর ৫ বৎসর পর ৫০ টাকা, জন্ম তারিখ সংশোধন আবেদন ফি ১০০ টাকা, জন্ম তারিখ ব্যতীত নাম, পিতা মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন ফি ৫০ টাকা, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবারহ বিনা ফি ও বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবারহ ৫০ টাকা আদায়ের আদেশ জারি করা হলেও কৌশলে নাগরিকদের নিকট হতে ২০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়াও আবেদন করার পর নামের ভূলের জন্য নাগরিকদের ভোগান্তির শিকার হওয়ার তথ্য পাওয়া যায়। সরেজমিনে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে জন্মনিবন্ধন সনদের প্রয়োজনীয়তার সুযোগে ইতিপূর্বে জন্মনিবন্ধন বইয়ের একটা নাম্বার তুলে সীলমোহর করে সনদ দেওয়া হতো অনলাইনে আপলোড না করে। পুনরায় অনলাইনে আপলোড করা হয় নাই ও ইংরেজি করার অজুহাতে পুনরায় ফি আদায় করার একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সেবা প্রত্যাশীদের মাধ্যমে জানা যায়, অত্র উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিয়মিত পরিষদের কার্যালয়ে হাজির না হওয়ায় অনেকেই ভোগান্তিতে পড়তে হয়। পরে চেয়ারম্যানদের সাথে সাক্ষরের জন্য যোগাযোগ করলে যাতায়াত খরচ বাবত বাড়তি টাকা খরচ করে চেয়ারম্যানদের সাক্ষর নিতে হয়। 

স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা যায়, উপজেলার বেশকিছু ইউনিয়নে চিকিৎসকদের চেম্বারের মতো সপ্তাহে তিনদিন চেয়ারম্যানদের পরিষদে পাওয়া যায়; বাকি সময়ে নাগরিক সেবা পরিষদে না পাওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও চেয়ারম্যানগণ নির্বাচিত এলাকায় বাড়ী হলেও ছেলে মেয়েদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুবাদে এবং উন্নত জীবনযাপনে নিজ ইউনিয়নের বাহিরে ভাড়া বাসায় থাকায় স্ব স্ব ইউনিয়নের জনসাধারণ জনসেবা থেকে বঞ্চিত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অত্র উপজেলার ডিজিটাল সেন্টার থেকে যে সকল সেবা নাগরিকদের দেওয়া হয় সেসকল সেবার মূল্য এটুআই কর্তৃক নির্ধারন করে দেওয়া হলেও চেয়ারম্যানগণের উদাসীনতার ফলে ডিজিটাল সেন্টারের বাইরে জনসম্মুখে প্রদত্ত সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় নাগরিকদের বাড়তি টাকা আদায় ও নানাবিধ ভোগান্তির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন। 

জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ডিজিটাল বাংলাদেশ তৈরীতে ডিজিটাল সেন্টার থেকে যে সকল সেবা নাগরিকদের দেওয়া হয় সেসকল সেবার মূল্য তালিকা কেন প্রদর্শন করা হয় না এ বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান এঁর নিকট জানতে চাইলে তিনি "দৈনিক আমাদের চট্টগ্রাম"কে জানান, ডিজিটাল সেন্টার চেয়ারম্যানদের অধীনে উঁনারা কেন এই সেবার মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেয় না সেটা চেয়ারম্যানগণ ভালো জানেন। এছাড়া তিনি বলেন, উপজেলার সকল ডিজিটাল সেন্টারে যে সকল সেবা নাগরিকদের দেওয়া হয় সেসকল সেবার মূল্য তালিকা প্রদর্শন করতে অত্র উপজেলার সকল ইউনিয়নে কিছুদিনের মধ্যেই চিঠি প্রেরন করার আশাবাদ ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

 রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গুইমারা প্রতিনিধি :: : রাউজানে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হ...বিস্তারিত


কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

রামু প্রতিনিধি : : বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননী...বিস্তারিত


বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাউজান প্রতিনিধি : : রাউজানে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হ...বিস্তারিত


মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো ৩ বসতঘর

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো ৩ বসতঘর

মীরসরাই প্রতিনিধি : :  মিরসরাই উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৫ অক্টোবর) রা...বিস্তারিত


পেকুয়ায় দন্ত চিকিৎসকের উপর হামলা

পেকুয়ায় দন্ত চিকিৎসকের উপর হামলা

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় কেয়া ডেন্টাল কেয়ারে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত।  বুধব...বিস্তারিত


রহমতপুরে ঘরে ঘরে ডেঙ্গু রোগী

রহমতপুরে ঘরে ঘরে ডেঙ্গু রোগী

সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডের কুমিরায় দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। অবস্থা এমন যে একটি গ্রামের ঘরে ঘরে জ্বর। আর এসব জ্বর ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর