চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

পরীর পাহাড়ের সৌন্দর্য্য ও নিরাপত্তা বাড়াতে সব ধরনের উদ্যোগ সরকারের 

শীঘ্রই উচ্ছেদ হবে পরীর পাহাড়ের সব অবৈধ স্থাপনা, হুমকিতে বাংলাদেশ ব্যাংকের স্থাপনাও

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫১ পিএম, ২০২১-১০-০৪

পরীর পাহাড়ের সৌন্দর্য্য ও নিরাপত্তা বাড়াতে সব ধরনের উদ্যোগ সরকারের 

পরীর পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বহুতল ভবন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। গত (২৫ সেপ্টেম্বর) সকালে পরীর পাহাড় পরিদর্শন করেন তিনি।এসময় মুখ্য সচিব চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ভবনের স্থাপত্যশৈলী সংরক্ষণসহ পরীর পাহাড়ের পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।মুখ্য সচিব পরীর পাহাড়ে অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। এসময় প্রতœতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থপতি ও নগর পরিকল্পনাবিদগণ উপস্থিত ছিলেন।  এরআগে তিনি চট্টগ্রামে সমন্বিত সরকারি অফিস ভবনের জন্য মেরিন ড্রাইভ রোডের হামিদ চর এলাকায় ৭৪ একর জায়গা পরিদর্শন করেন। এরপর তিনি পরীর পাহাড় পরিদর্শন শেষে চট্টগ্রামে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় মিলিত হন। পরীর পাহাড় ঘুরে দেখা গেছে, পুরো পাহাড়ে বেশীর বাগ এলাকায় আইনজীবীদের বহুতল ভবন। এছাড়া পাহাড়ের চারদিকে অবৈধ ভাবে গড়ে দোকান পার্ট। যার বেশীরভাগই ঝুকিপুণ্য। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন মুখ্য সচিব।
পরীর পাহাড়কে ঠিক পরীর পাহাড়ের মতোই সরক্ষণ করা হবে বলে উল্লেখ করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, চট্টগ্রামের পরিবেশ এবং প্রকৃতির অন্যতম এই সম্পদটিকে ধ্বংস করা হয়েছে। ইট পাথরের জঞ্জাল বানানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে পরীর পাহাড়কে পঞ্চাশ বছর আগেকার পরীর পাহাড় বানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক আজাদীর সাথে আলাপকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী কোন পাহাড় বা টিলার উপর কোনরূপ স্থাপনা করা যাবে না সরকারের পূর্বানুমতি ব্যাতিত। সিডিএ অনুমোদন দিলেও করা যাবে না। পরিবেশ সংরক্ষণের ব্যাপারটি হচ্ছে আইন আর সিডিএর হচ্ছে নীতিমালা। নীতিমালা থেকে আইন অবশ্যই গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় বা টিলার উপর কোনরূপ স্থাপনাই শুধু নয়, কোন পরিবর্তনই করা যাবে না। আপনি ইচ্ছে করলে একটি ট্রাক মাটি ওখান থেকে কেটে নিতে পারবেন না, আবার ইচ্ছে করলে এক ট্রাক মাটি বাইরে থেকে এনে রাখতেও পারবেন না। আকার আকৃতিতে কোনরূপ পরিবর্তন করা আইনগতভাবে নিষিদ্ধ।
অপরদিকে কেপিআই নীতিমালা অনুযায়ী কেপিআইভুক্ত কোন প্রতিষ্ঠানের পঞ্চাশ মিটারের মধ্যে কোন ধরনের স্থাপনা গড়ে তুলতে হলে কেপিআই ডিফেন্স কমিটির অনুমোদন নিতে হয়। যেই কমিটির সভাপতি হচ্ছেন প্রতিরক্ষা সচিব। পরীর পাহাড়ের পাদদেশের বাংলাদেশ ব্যাংক একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। এতে করে কেপিআই নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পঞ্চাশ মিটারের মধ্যে স্থাপনা করতে পূর্বানুমতির প্রয়োজন ছিল। কিন্তু সেই অনুমতি নেয়া হয়নি। কেপিআই ডিফেন্স কমিটির অনুমোদন ছাড়া এখানে কোন স্থাপনা গড়ে তোলার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রী পরীর পাহাড়কে পরীর পাহাড়ের মতোই সরংক্ষণ করতে বলেছেন। এখানে আর কোন স্থাপনা করা যাবে না এবং এটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে। এই ব্যাপারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়কেও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গক্রমে জেলা প্রশাসক বলেন, হালদাকে বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এখন হালদাতে মাছ ধরা তো দূরের কথা, যন্ত্রচালিত নৌযানও চলাচল করতে পারে না। পরীর পাহাড়কে হেরিটেজ ঘোষণা করা হলে রাষ্ট্রের দায়িত্ব হয়ে যাবে এটিকে পূর্ণাঙ্গভাবে সংরক্ষণ করা। পরীর পাহাড় পরীর পাহাড়ই হয়ে উঠবে বলেও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মন্তব্য করেন।
নগরীর পরীর পাহাড়ের ব্যাপারে সরকারি নির্দেশনা প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক বলেছেন, এমন কোন সিদ্ধান্ত বা নির্দেশনা আমাদের জানা নেই। এ বিষয়ে আমরা কিছুই জানি না, আমাদেরকে কেউ কিছু জানাইও নি। তবে আদালত ভবনের সাথে আমাদের ভবনগুলো অর্থাৎ আইনজীবী ভবনগুলো গভীরভাবে সম্পর্কিত। আমাদের সবকটি ভবনের অনুমোদন রয়েছে। আইনগত ভিত্তি রয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক বলেন, তবে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে আইনজীবীরা তা কখনও মানবে না। আইনজীবীরা আদালতের একটি অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে তিনি বলেন, আদালত ছাড়া আইনজীবী, আইনজীবী ছাড়া আদালত কল্পনাও করা যায় না। বলা যায়, আইনজীবীদের বাদ দিয়ে আদালতের কার্যক্রম সম্ভব না। যদি এমনটা হয় আমরা আইনের আশ্রয় নিব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
পরীর পাহাড়ের বিভিন্ন ভবন বাংলাদেশ ব্যাংকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম সরেজমিনে পরীর পাহাড় পরিদর্শন এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে একটি রিপোর্ট প্রণয়নের কাজ করছে। রিপোর্টে বাংলাদেশ ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উপস্থাপিত হবে বলে সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক পরীর পাহাড়ের পাদদেশেই অবস্থিত। সরকারের কেপিআই-১ ভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। এসব স্থাপনার ধারে কাছে কোন অবকাঠামো গড়ে তুলতে হলে কেপিআই ডিফেন্স কমিটির অনুমোদন লাগে। প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন এই কমিটি কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলেই কেবল কোন অবকাঠামো গড়ার অনুমোদন দিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয় এবং ভল্ট কেপিআইভুক্ত স্থাপনা হলেও এটির ধারে কাছে গড়ে উঠা অবকাঠামোর ব্যাপারে কোন ধরনের অনুমোদন নেয়া হয়নি। এরমধ্যে আইনজীবী সমিতির ভবনও রয়েছে।
বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যাতে পরিবেশ মন্ত্রনালয়, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনসহ বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। ওই কমিটি পরীর পাহাড়ে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ তা নিয়ে কাজ শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে, আইনজীবী সমিতি কেপিআই নীতিমালা লংঘন করে তাদের ভবনগুলো নির্মাণ করেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সরজমিনে পরিদর্শন করে বলা হয়েছে যে, আইনজীবী ভবনে নির্মাণ ত্রুটি রয়েছে যা শুধু বাংলাদেশ ব্যাংকের জন্যই নয়, পুরো এলাকার জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুরাতন বাংলাদেশ ব্যাংকের ভিতর দিয়ে প্রবেশ করে আইনজীবী ভবনগুলোর পিছনের অংশে সরেজমিনে পরিদর্শনের বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে যে, ভবনের পিছনের অংশে ফাটল দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিটেইনিং ওয়ালের লোড বিয়ারিং বিমে ফাটল দেখা দিয়েছে। এতে ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে মন্তব্য করা হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে, আইনজীবী সমিতির ৫ টি ভবন একটি অপরটির সাথে লাগালাগি করে গড়ে তোলা হয়েছে। এতে শত শত চেম্বার, হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। কোন কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে পিছন দিক থেকে বেরিয়ে যাওয়ার কোন সিঁড়ি বা এঙিট ভবনগুলোতে নেই। ফায়ার সার্ভিস বলেছে, কোন দুর্যোগ, দুর্ঘটনা ঘটলে এখানে শত শত মানুষের প্রাণহানির আশংকা রয়েছে।
পরিদর্শনকালে সিডিএর পক্ষ থেকে বলা হয়েছে যে, ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবন করতে হলে চারপাশে একটি নিদিষ্ট পরিমাপের ভূমি ছাড়তে হয়। আইনজীবী সমিতি ভবন নির্মাণের সময় বাইরে কোন জায়গা খালি রাখেনি। আইনজীবী এবং বিচারপ্রার্থীদের শত শত গাড়ি এসব ভবনে আসলেও ৫ টি ভবনের সামনে, পেছনে কিংবা বেসমেন্টে কোথাও কোন পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়নি। সমিতি অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করে ইমারত নির্মাণ আইন লংঘন করেছে বলেও সিডিএর পক্ষ থেকে বলা হয়েছে। সরজমিনে পরিদর্শন শেষে তৈরি করা রিপোর্ট সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হবে বলেও বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা গতকাল জানিয়েছেন।
কোর্ট হিল নিয়ে জেলা প্রশাসন মিথ্যাচার করছে বলে আইনজীবী সমিতি নেতৃবৃন্দ যে অভিযোগ করেছে সে ব্যাপারে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিছু বলতে চাই না। আইনজীবীদের ভবন বা পরীর পাহাড় সংক্রান্ত বিষয়টি নানাভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে গিয়েছে এবং যাচ্ছে। সরকারই বিষয়টি দেখছে। প্রধানমন্ত্রীর অনুমোদন বিষয়টি পরিবেশ মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়কে সাথে নিয়ে বাস্তবায়ন করবে আইন ও বিচার মন্ত্রণালয়। কত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন বিষয়টি বাস্তবায়ন হতে পারে এমন প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে বলতে পারবে। জেলা প্রশাসক বলেন, পরীর পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থাপনা নিয়ে পরিবেশ অধিদপ্তর, সিডিএ, এমনকি কেপিআই নীতিমালার আলোকে বাংলাদেশ ব্যাংকও কাজ করছে। খুব শীগ্রই পরিবেশ অধিদপ্তর তাদের মন্ত্রণালয়ে এবং সিডিএ আমাদের বরাবর প্রতিবেদন দাখিল করবে।
কিভাবে দাঁড়ালো আইনজীবীদের ৫ ভবন, জানতে চেয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ :
সম্প্রতি পরীর পাহাড়ে আইনজীবীদের ৫টি ভবন কিভাবে নির্মাণ হয়েছে সে বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে জানতে চেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। জমির মালিকানা নিশ্চিত না হয়ে সিডিএ কিভাবে নকশা অনুমোদন দিয়েছে কিংবা দিতে পারে কি না সে বিষয়ে বিস্তারিত জানাতে চেয়েছে সরকারী এই সংস্থাটি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বক্তব্য,  জামির মালিকানা নিশ্চিত না হয়ে কোনো প্রতিষ্ঠানের নকশা অনুমোদন দেওয়ার কর্তৃত্ব কোনো প্রতিষ্ঠানের নেই। গত ৩ অক্টোবর, রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুমুদুর রহমান হাবিব স্বাক্ষরিত এক আদেশে ৭ কার্য দিবসের মধ্যে বিস্তারিত জানাতে বলা হয়েছে।
যদিও পেশাজীবী সংগঠন আইনজীবী সমিতির বিরুদ্ধে পরীর পাহাড?ের এক একর ২৪ শতক জায?গা অবৈধ দখলের অভিযোগ দীর্ঘ দিনের। কাগজে কলমে মাত্র ১২.৯০শতক জমি লিজ নিলেও চট্টগ্রাম আইনজীবী সমিতি দখল করেছে এক একর ৩৭ শতক জমি । শুধু তা নয? ১৯৭৭ সালে ১২.৯০শতক জমি লিজ নেয?ার পরে দীর্ঘ ৪৪ বছরে ওই জমির হালনাগাদ কোনো খতিয?ান করা তো দূরের কথা খাজনাও দেয?নি।
অভিযোগ আছে, বর্তমানে আইনজীবী সমিতির নির্মিত পাঁচটি ভবনের মধ্যে চারটিই সম্পূর্ণ অবৈধ এবং আইনজীবী ভবন নামে ভবনটি নির্মিত হয?েছে লিজ নেয?া জমি থেকে ০.১৭১০ একর বেশি জমিতে- আইনজীবী সমিতির নামে এসব অভিযোগ তুলেছেন খোদ চট্টগ্রাম জেলা প্রশাসন। আইনের বিষয?গুলোর বাস্তব প্রয?োগের মাধ্যমে ব্যক্তির বা সংস্থার আইনি সমস্যার সমাধান করা আইনজীবীদের কাজ হলেও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি পরীর পাহাড?ে অবৈধ জায?গা দখল করে নিজেরাই সৃষ্টি করেছেন সমস্যা। এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তৈরি করা ৫টি ভবনের মধ্যে ৪টি ভবনই নির্মিত হয?েছে সরকারি খাস জমিতে। নেয?া হয?নি লিজও। ‘আইনজীবী ভবন’ নামে একটি ভবন নিমার্ণে ১৯৭৭ সালে ৩০ ডিসেম্বর আরএস প্লট নম্বর ২৩৫৫(পি), ২৩৫৬(পি), ২৩৫৭(পি), ২৩৫৯(পি), ২৩৬০(পি) দাগমূলে আইনজীবী সমিতি সরকারের কাছ থেকে ০.১২৯০ একর (১২.৯০শতক)জমি লিজ নিলেও ওই ভবনের ও আশেপাশের দখলকৃত জমির পরিমাণ ০.৩০০০একর। যা লিজ নেয?া জমি থেকে ০.১৭১০ একর বেশি। সুতরাং কোনো প্রকার লিজ ছাড?াই সরকারি খাস জমিতে তৈরি করা সম্পূর্ণভাবে অবৈধ। পরীর পাহাড়ে নির্মাণাধীন আইনজীবী সমিতির অন্য ভবনগুলোর মধ্যে দোয?েল ভবন(দখলকৃত জমির পরিমাণ ০.২৪০০ একর বা ২৪শতক), শাপলা ভবন(দখলকৃত জমির পরিমাণ ০.১৮০০একর বা ১৮শতক), এনেক্স ভবন—১ (দখলকৃত জমির পরিমাণ ০.২৫০০একর বা ২৫ শতক), এনেক্স ভবন—২(দখলকৃত জমির পরিমাণ ০.৩৩০০ একর বা ৩৩শতক) এবং আইনজীবী ভবনের জন্য ১২.৯০শতক জমি লিজ নিলেও ভবন নির্মাণ হয়েছে ৩৩ শতকে(দখলকৃত জমির পরিমাণ ০.৩৩০০একর বা ৩৩শতক)। অপরদিকে, তৎকালীন সামরিক শাসক প্রেসিডেন্ট জিয?াউর রহমানের আদেশক্রমে চট্টগ্রাম জেলা প্রশাসক মাত্র ১২.৯০শতক জমি লিজ দেন আইনজীবী সমিতিকে। সে লিজের অনুকূলে আইনজীবী সমিতি বিভিন্ন সময?ে অবৈধভাবে দখল করে নেয? ১একর ৩৭ শতক জমি যা লিজ দেয?া জমির চেয?ে ১ একর ২৪ শতক বেশি। এছাড?াও অভিযোগ আছে, ১৯৭৭ সালে ১২.৯০শতক জমি লিজ নেয?ার পরে দীর্ঘ ৪৪ বছরে ওই জমির হালনাগাদ কোনো খতিয?ান করেনি আইনজীবী সমিতি। জমা দেয?নি খাজনাও।

রিটেলেড নিউজ

হাটহাজারীতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের ইফতার ও মতবিনিময়

হাটহাজারীতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের ইফতার ও মতবিনিময়

হাটহাজারী প্রতিনিধি : :   পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারীতে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম ...বিস্তারিত


দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

দল-মত নির্বিশেষে মাফিয়া চক্রের লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হউন : মিজানুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : অন্যায় অত্যাচার জুলুমের বিরদ্ধে আজ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন লাভ বাংলাদেশের পতাকাতলে সেই প্রত...বিস্তারিত


যুক্তরাজ্য-জাপান থেকে এলো ৮০ লাখ ৫৫ হাজার টিকা

যুক্তরাজ্য-জাপান থেকে এলো ৮০ লাখ ৫৫ হাজার টিকা

ঢাকা অফিস : :       কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় জাপানের দেওয়া ৪০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা দেশ...বিস্তারিত


মীরসরাইয়ের করেরহাট বিটে জ্বালানী বোঁঝাই কাঠের পিকআপ আটক

মীরসরাইয়ের করেরহাট বিটে জ্বালানী বোঁঝাই কাঠের পিকআপ আটক

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ের করেরহাটে চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় জ...বিস্তারিত


নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না : প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে কোনো প্রাণহানি হোক চাই না : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : :   নির্বাচনে সংঘাত বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন ন...বিস্তারিত


ভয়,শঙ্কা ও উত্তেজনার মধ্যদিয়ে  রাঙামাটির তিন উপজেলায় নির্বাচন সম্পন্ন

ভয়,শঙ্কা ও উত্তেজনার মধ্যদিয়ে  রাঙামাটির তিন উপজেলায় নির্বাচন সম্পন্ন

রাঙ্গামাটি প্রতিনিধি : : দ্বিতীয় দফা ইউনিয়ন নির্বাচনে আজ রাঙামাটির ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নের ভোট গ্রহন শেষ হয়েছে। সকাল ৮...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর