চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

চিটাগাং চেম্বারের পক্ষ থেকে নগরীর ৬টি মেডিকেল কলেজ ও হাসপাতালকে ১২ সেট BiPAP মেশিন ও মাস্ক প্রদান 

চট্টগ্রাম শহরে অবস্থিত সক্ষম বেসরকারি হাসপাতালে টিকাদান কেন্দ্র স্থাপনের অনুরোধ চেম্বার সভাপতির 

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৪ পিএম, ২০২১-০৭-২৮

চিটাগাং চেম্বারের পক্ষ থেকে নগরীর ৬টি মেডিকেল কলেজ ও হাসপাতালকে ১২ সেট BiPAP মেশিন ও মাস্ক প্রদান 

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ নগরীর ৬টি মেডিকেল কলেজ ও হাসপাতালকে ২ (দুই) সেট করে মোট ১২ সেট বাইলেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার (ইরচঅচ) মেশিন ও মাস্ক প্রদান করা হয়েছে। ২৮ জুলাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে সভাপতি মাহবুবুল আলম হাসপাতাল প্রতিনিধিবৃন্দের নিকট উল্লেখিত মেশিন ও মাস্ক হস্তান্তর করেন। এ সময় চেম্বার পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মা-শিশু-ও জেনারেল হাসপাতাল’র কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোরশেদ, ট্রেজারার ডাঃ রেজাউল করিম আজাদ এবং উপ-পরিচালক (প্রশাসন) ডাঃ এ.কে.এম আশরাফুল করিম, ইউএসটিসি’র পরিচালক ডাঃ কামরুল হাসান, সাউদার্ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’র প্রিন্সিপাল ও মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডাঃ জয়ব্রত দাশ এবং সহযোগী অধ্যাপক ও কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান ডাঃ দেওয়ান আসাদুল্লাহ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ’র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিন ও ডেপুটি ম্যানেজার (এডমিন) আজিজুল হক ভূঁইয়া এবং আল মানাহিল নার্চার হাসপাতাল’র মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেশিন ও মাস্ক গ্রহণ করেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রদানের লক্ষ্যে ২ সেট মেশিন ও মাস্ক সিভিল সার্জন’র কার্যালয়ে প্রেরণ করা হয়। এছাড়া হাটহাজারী, রাউজান, পটিয়া ও কর্ণফুলী এই ৪টি উপজেলায় বিতরণের জন্য চেম্বারের পক্ষ থেকে এক হাজারটি করে মাস্ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে চট্টগ্রামের সকল উপজেলায় প্রেরণ করা হবে। 

চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বর্তমানে করোনার প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রাম অঞ্চলে সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। আক্রান্ত ও মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে করোনা রোগীদের চিকিৎসার্থে বাইপ্যাপ মেশিন প্রদান করা হচ্ছে। এসব মেশিন ব্যবহারের ফলে রোগীরা সহজে অক্সিজেন গ্রহণ করতে পারবেন যা জীবন রক্ষায় সহায়ক হবে। এ প্রসংগে তিনি বলেন-চিটাগাং চেম্বারের পক্ষ থেকে করোনা সংক্রমণের শুরু থেকে নগরীর বিভিন্ন স্থানে স্যাম্পল কালেকশন বুথ স্থাপন, হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি প্রদান করা হয়। এছাড়া স্বল্প আয়ের জনগণের জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হয়। এরই ধারাবাহিকতায় বাইপ্যাপ মেশিন প্রদান করা হচ্ছে। মাহবুবুল আলম ব্যবসায়ীসহ সমাজের বিত্তবানদের করোনা চিকিৎসায় সহায়তা করার লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও দিক নির্দেশনায় দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচী চলমান রয়েছে। একই সাথে টিকা গ্রহণে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহের ফলে টিকাদান কেন্দ্রগুলোতে যথেষ্ট চাপ লক্ষ্যণীয় হচ্ছে। তাই টিকাদান কর্মসূচীকে আরো ব্যাপক ও বেগবান করতে চট্টগ্রাম শহরে অবস্থিত করোনার টিকা প্রদানে সক্ষম বেসরকারি হাসপাতাগুলোতেও কেন্দ্র স্থাপনের জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, চেম্বার সভাপতি ব্যক্তিগতভাবেও বিভিন্ন হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডার ও সম্মুখ যোদ্ধাদের সুবিধার্থে পরিবহন সেবা প্রদানসহ নি¤œ আয়ের বিভিন্ন ব্যক্তি ও পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা করেছেন। 

চিকিৎসা সামগ্রী গ্রহণকালে উপস্থিত বেসরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ বলেন-বর্তমানে দূর-দূরান্তের গ্রামে পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে যাদের চিকিৎসা করার মত আর্থিক সামর্থ্য নেই কেননা এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই দরিদ্র রোগীদের করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ, ডাক্তার ও নার্সদের যাতায়াতের জন্য পরিবহন সরবরাহ, চট্টগ্রামে একটি অক্সিজেন ডিপো স্থাপন, হাসপাতালে সাব-স্টেশন, এমআরআই, সিটি স্ক্যান, আলট্রা সাউন্ড ইত্যাদি যন্ত্রপাতি স্থাপন এবং হাসপাতালের যাকাত ও দরিদ্র তহবিলে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য ব্যবসায়ীসহ সমাজের স্বচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তাঁরা আহবান জানিয়েছেন। পাশাপাশি চেম্বারসহ যেসব প্রতিষ্ঠান করোনা চিকিৎসার ক্ষেত্রে সহায়তা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 
 

রিটেলেড নিউজ

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : : নতুন করে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। সলিমপুরে পাহাড় ব্যবস্থাপনার জন্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খ...বিস্তারিত


নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

স্টাফ রিপোর্টার : : হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, মিনিবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়...বিস্তারিত


প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : :  বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। ব...বিস্তারিত


চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১...বিস্তারিত


ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৮তম শাখার উদ্বোধন করা হয়ে...বিস্তারিত


 বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

খবর বিজ্ঞপ্তি : বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ৪০তম বার্ষিক সভা ও নির্বাচিত বেসরকারী মাদ্রা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর