চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

রেল কর্মকর্তা ফয়সালের টাকা সরানোর পেছনে উর্ধতনদের গাফেলতি নাকি জড়িত? 

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৩ পিএম, ২০২১-০৫-১০

রেল কর্মকর্তা ফয়সালের টাকা সরানোর পেছনে উর্ধতনদের গাফেলতি নাকি জড়িত? 

রেলওয়ের সহকারি হিসাব কর্মকর্তা ফয়সাল মাহমুদের কোটি টাকা সরানোর পেছনে ওই শাখার উর্ধতন কর্মকর্তাদের গাফেলতি নাকি জড়িত,এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (৯ মে) এই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন,  ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন সে এক কোটি টাকার বেশি সরিয়ে নিয়েছেন। প্রকৃতপক্ষে কত টাকা সরিয়ে নিয়েছেন, কীভাবে টাকাগুলো সরিয়ে নিয়েছে সেটি খুঁজে বের করতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ফয়সাল রেলওয়ের পাহাড়তলী অর্থ ও হিসাব শাখায় কর্মরত ছিলেন। ২০১২ সালে জুনিয়র হিসাব কর্মকর্তা হিসেবে তিনি রেলওয়ে যোগদান করেন। টাকা সরিয়ে নেওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী কর্মীরা তাকে আটক করে। এই ঘটনার সঙ্গে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, রেলওয়ের অর্থ ও হিসাব শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা হয় দায়িত্ব পালনে অবহেলা করেছেন, না হয় টাকাগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের পরোক্ষ সমর্থন ছিল। কেননা ফয়সাল প্রতিমাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার বিল তৈরি করে, তারপর এটি আইবাস সিসটেমে সাবমিট করতো। বিলে কোনও গড়মিল থাকলে সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরীক্ষণের সময় ধরা পড়তো। অথচ ফয়সাল গত ৭ মাস ধরে এই কাজটি করে আসলেও সেটি তারা ধরতে পারেনি। আসলে কী তারা ধরতে পারেননি। নাকি তাদের পরোক্ষ সমর্থন দিয়ে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পূর্বাঞ্চলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ফয়সাল মাহমুদ আইবাস সিসটেমে বিল তৈরি করে সেটি অ্যাকাউন্টস অফিসে সাবমিট করতেন। ওই অফিস থেকেই কর্মকর্তা-কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন-ভাতা ডিসপাস করা হতো। তাই ফয়সালের পক্ষে আইবাস সিসটেমে ফেইক বিল তৈরি করার পর সাবমিট করার বাইরে টাকা সরিয়ে নেওয়ার কোনও সুযোগ নেই। তার মানে এটা নিশ্চিত সে আইবাস সিসটেমে ফেক বিল তৈরি করে সেটি অ্যাকাউন্টস অফিসে সাবমিট করে টাকাগুলো সরিয়ে নিয়েছেন। তাকে সুপারভাইজ করেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগের উপ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। তিনি ঠিক মতো বিলগুলো নিরীক্ষণ করেননি। তার দায়িত্ব অবহেলার কারণেই ফয়সাল টাকাগুলো সরিয়ে নিয়েছেন। অথবা টাকাগুলো সরিয়ে নিতে তার পরোক্ষ সহযোগিতা ছিল। মোহাম্মদ শাহজাহানের অনুমতি ছাড়া ফয়সালের পক্ষে কোনও কিছু করা সম্ভব ছিল না। তাকে জানিয়েই সবকিছু করতে হতো। আইবাস সিসটেমের পাসওয়ার্ড দু’জনের কাছেই ছিল।
ওই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনার দায়ভার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনোভাবে এড়াতে পারেন না। কারণ ফয়সালের ওপরে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব অধিকর্তাসহ মোট সাতজন কর্মকর্তা আছেন। বিল তৈরি এবং সাবমিট করার পর প্রতিমাসে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের উপ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয় থেকে এইসব কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। তারা যদি ভালোভাবে প্রতিবেদন খতিয়ে দেখতেন অবশ্যই এখানে কোনও অনিয়ম থাকলে ধরা পড়তো।
উপ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানকে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব অধিকর্তা কামরুন্নাহার  বলেন, ‘রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাসহ আর্থিক লেনদেন পরিচালনায় গত সেপ্টেম্বর মাসে ইনটেগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যকাউন্টিং সিসটেম বা আইবাস পদ্ধতি চালু করা হয়। এ পদ্ধতির বিষয়ে ফয়সালসহ কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হয় রেলওয়ের পক্ষ থেকে।  আমরা ধারণা করছি, ওই সময় থেকেই সে টাকা সরিয়ে নেওয়ার শুরু করে। ডিসেম্বর পর্যন্ত টাকা সরিয়ে নেয়। কীভাবে টাকা সরিয়ে নিয়েছে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তদন্ত করলে এ বিষয়ে বলা যাবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চলে আইবাস সিসটেম নতুনভাবে সংযোজন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই এ বিষয়ে পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারেনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানার এই সুযোগ কাজে লাগিয়েই ফয়সাল টাকাগুলো সরিয়েছে।’

রিটেলেড নিউজ

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : : নতুন করে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। সলিমপুরে পাহাড় ব্যবস্থাপনার জন্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খ...বিস্তারিত


নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

স্টাফ রিপোর্টার : : হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, মিনিবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়...বিস্তারিত


প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : :  বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। ব...বিস্তারিত


চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১...বিস্তারিত


ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৮তম শাখার উদ্বোধন করা হয়ে...বিস্তারিত


 বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

খবর বিজ্ঞপ্তি : বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ৪০তম বার্ষিক সভা ও নির্বাচিত বেসরকারী মাদ্রা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর