চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

কক্সবাজার জেলায় ১৫২ পরিবারকে বাড়ির কাগজপত্র হস্তান্তর 

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৭:৪৩ পিএম, ২০২১-০১-২৩

কক্সবাজার জেলায় ১৫২ পরিবারকে বাড়ির কাগজপত্র হস্তান্তর 

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশে একদিনে ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি প্রদানের অংশ হিসাবে প্রথম ধাপে কক্সবাজারেও বিভিন্ন উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাড়ি, রেজিস্ট্রার্ড কবুলিয়ত দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়েছে। রামু: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশে ন্যায় রামু’তেও প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে ২৭ পরিবারকে বাড়ির কাগজপত্র হস্তান্তর করলেন এডিএম মো. শাহাজাহান আলী। একদিনে ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি প্রদানের অংশ হিসাবে পথম ধাপে রামু উপজেলার ২৭ গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে বাড়ি, রেজিষ্ট্রাড কবুলিয়ত দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়েছে।  শনিবার ২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত থাকাবস্থায় রামু উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুম থেকে কক্সবাজার জেলা প্রশাসনের প্রতিনিধি হিসাবে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা: শাজাহান আলি রামু উপজেলার গৃহহীনদের মাঝে বাড়ি ও জমির অন্যান্য ডকুমেন্টস হস্তান্তর করেন। ২০২১ সালে সারাদেশে ৯ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা বাড়ি প্রদান কর্মসূচীর আওতায় রামু উপজেলার মোট ৬৪টি পরিবারকে পর্যায়ক্রমে বাড়ি দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও রামু’র সাবেক ইউএনও মোহা: শাজাহান আলি রামু’তে বাড়ি ও জমির অন্যান্য ডকুমেন্টস হস্তান্তরের পূর্বে রামু’র ইউএনও প্রণয় চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার কামাল, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় আফসানা জেসমিন পপি, সালাহউদ্দিন, ওসি আমিরুজ্জামান, কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল হক, পিআইও ফরহাদ হোসেন, যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, রামু প্রেসক্লাবের সভাপতি খালেদ হোসেন, সাংবাদিক নীতিশ বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দীন প্রিন্স, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী প্রমুখ উপস্থিত ছিলেন। চকরিয়া : কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন, মুজিববর্ষে একসঙ্গে ৭০ হাজার গৃহহীন পরিবারকে বাড়ি দিয়ে বিশ্বের মধ্যে নজির স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের কোন জমি ও বাড়ি ছিল না এমন পরিবারগুলো শাস্তির নীড় পেয়ে নতুন করে স্বপ্ন দেখছে বেঁচে থাকার। শেখ হাসিনা আজ রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই প্রথমদফায় একসঙ্গে ৭০ হাজার পরিবার বাড়ি পেয়ে পুনর্বাসিত হয়েছেন। যা বিশ্বের ইতিহাসে শেখ হাসিনার মানবতা এবং গরীব-দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টাস্ত হয়ে থাকবে।
এমপি জাফর আলম ২৩ জানুয়ারি সকালে চকরিয়ার গৃহহীন ৮০ পরিবারের মাঝে জায়গাসহ বাড়ির দলির হস্তাস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চকরিয়া উপজেলা পরিষদ মিলয়নায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে বাড়ির দলিল হস্তাস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু প্রমুখ। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকাস্তিক ইচ্ছায় সারাদেশে একযোগে প্রথম দফায় ৭০ হাজার গৃহহীন পরিবারকে বাড়ি হস্তাস্তর করা হয়েছে আজ। তারই আলোকে চকরিয়ার ১৮টি ইউনিয়নের ভূমিহীন ১৮০ পরিবারকে দেওয়া হচ্ছে জায়গাসহ নতুন বাড়ি। শনিবার একসঙ্গে ৮০ পরিবারকে বাড়িসহ জায়গার বন্দোবস্ত দলিল হস্তাস্তর করা হয়েছে। বাকী পরিবারগুলোকেও পর্যায়ক্রমে হস্তাস্তর করা হবে জায়গাসহ নতুন বাড়ি, বন্দোবস্ত দলিল। পেকুয়া : পেকুয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নের ৪৫ ভূমিহীন পরিবারকে দেওয়া হবে জায়গাসহ নতুন বাড়ি। প্রথমদফায় বাড়িসহ জায়গার বন্দোবস্ত দলিল হস্তাস্তর করা হয়েছে ভূমিহীন ৯টি পরিবারকে। পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়ির দলিল হস্তাস্তর অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন পেকুয়ার ইউএনও মো. মোতাচ্ছেম বিল্যাহ। উখিয়া: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশে ন্যায় উখিয়া ঘর পেল ৩৫ গৃহহীন পরিবার। হতদরিদ্র ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রথম ধাপে ১০০টি ঘরের মধ্যে ৩৫টি ঘর, ২ শতাংশ খাস জমির মালিকানার দলিলপত্রসহ উপজেলা প্রশাসনের মাধ্যামে হস্তাস্তার করা হয়েছে। ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাঙ্গনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে হস্তাস্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ সেøাগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় এসব ঘর নির্মাণ করা হয়েছে।মুজিব শতবর্ষে উখিয়ায় প্রথম ধাপে ভূমিহীন-গৃহহীন পরিবারসহ মোট ১০০টি ঘর বরাদ্দ এসেছে। এর মধ্যে ৩৫টির মালিকানার দলিলপত্রসহ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় এক লাখ ৭১ হাজার টাকা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, দেশের বিপুলসংখ্যক ভূমিহীন-গৃহহীন মানুষকে নিজস্ব ঠিকানা অর্থ জমির মালিকানাসহ সরকারি খরচে নির্মিত বাড়ি নির্মাণ করে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সামনে আরেকটি উজ্জ্বল দৃষ্টাস্ত স্থাপন করেছেন, যা নজির বিহীন। এসময় উপস্থিত ছিলেন, উখিয়া টেকনাফের সাবেক ও বর্তমান সংসদ সদস্য শাহিন আকতার ও আবদুর রহমান বদি। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কমরুদ্দিন মুকুল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি, শফিক আজাদসহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে মুজিব শতবর্ষ পালন করছে সরকার। বছরটিকে স্মরণীয় করে রাখতে জাতির পিতার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমি ও গৃহহীন আট লাখ ৮২ হাজার ৩৩টি পরিবারকে ঘর ও জমি দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম পর্যায়ে সারাদেশে ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে এ ঘর হস্তাস্তাস্তর করা হয়।
 

রিটেলেড নিউজ

কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাজেদ সওয়ার জুয়েল রানা (২০) নামে এক মাদক কারবারিকে আট...বিস্তারিত


রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ জেএসএস এর এক সন্ত্রাসী আটক 

রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ জেএসএস এর এক সন্ত্রাসী আটক 

রাঙ্গামাটি প্রতিনিধি : : পাহাড়ে অপহরণ, চাঁদাবাজিসহ সশস্ত্র তৎপরতায় লিপ্ত আঞ্চলিকদল জেএসএস এর সক্রিয় এক সন্ত্রাসীকে আটক কর...বিস্তারিত


বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ২৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ৬

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ২৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি: : টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে ...বিস্তারিত


সাজেকের সড়কে পাহাড় ধ্বস, আটকে আছে হাজারো পর্যটক

সাজেকের সড়কে পাহাড় ধ্বস, আটকে আছে হাজারো পর্যটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : ভারী বর্ষণের ফলে রাঙামাটির সাজেকে সড়কের উপর পাহাড় ধ্বস হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক...বিস্তারিত


খাগড়াছড়িতে সংবর্ধিত সাফ জয়ী মনিকা চাকমারা

খাগড়াছড়িতে সংবর্ধিত সাফ জয়ী মনিকা চাকমারা

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়িতে সাফ জয়ী তিন ফুটবল খেলোয়াড়সহ চারজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সক...বিস্তারিত


বান্দরবানে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বান্দরবানে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের লামা উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর