চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

দুর্নীতির আখড়া রেলওয়ে ঃ শত শত কোটি টাকা লোপাট 

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪১ পিএম, ২০২০-১২-০১

দুর্নীতির আখড়া রেলওয়ে ঃ শত শত কোটি টাকা লোপাট 

 

রেলওয়ে পূর্বঞ্চলের রন্ধ্রে রন্ধ্রে দুনীতি। এমন কোন বিভাগ নেই যেখানে দুনীতি হচ্ছে না। লোপাট হচ্ছে শত শত কোটি কোটি টাকা। সেই রেলওয়েতে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চোখ পড়েছে। রেলওয়ে গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা ছাড়াও কিছু ঠিকাদারের কাছ থেকে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। চিঠি যাওয়ার পর এখন চট্টগ্রাম কেন্দ্রিক রেলওয়ে পূর্বাঞ্চলজুড়ে চলছে অস্বাভাবিক এক অস্থিরতা। এ কারণে আবার গত কয়েক মাস ধরে রেলে গুরুত্বপূর্ণ কাজ অনেকটাই বন্ধ। 
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা রেলওয়েতে করোনাকালীন বিভিন্ন ক্রয় সংক্রান্ত অনিয়মের তদন্ত  শুরু করেছেন। আর এতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্বাঞ্চল রেলওয়েজুড়ে। এর  প্রভাব পড়ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের কাজেও। দুদকের ভয়ে নতুন করে কোনো ঠিকাদারকে কার্যাদেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এতে গুরুত্বপূর্ণ মালামালও কেনা যাচ্ছে না। ফলে অনেক বিভাগে নেমে এসেছে স্থবিরতা।
তবে ইতিমধ্যে দুদকের কার্যক্রম নিয়েও উঠেছে  প্রশ্ন। অভিযোগ রয়েছে, রেলওয়ের চিহ্নিত দুই ঠিকাদারের পাহাড়সম দুর্নীতির বিরুদ্ধে দুদক বিস্ময়করভাবে ‘মুখে কুলুপ’ এঁটেছে। তাদের দায়মুক্তি দেওয়ার আয়োজন আগে থেকেই সম্পন্ন এমন কথাও রটেছে রেল অঙ্গনে।
জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান এবং অতিরিক্ত মহাপরিচালক (ওপি) মিয়া জাহান ছাড়াও দুই ঠিকাদার রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী ও ঠিকাদার আফসার বিশ্বাসের কাছে ক্রয় সংক্রান্ত  বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য চাওয়া হয়।
জানা যায়, রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে জনবল নিয়োগ, অনিয়মের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে ২০০ শত কোচ কেনার সময় লোকাল এজেন্ট বিশ্বাস বিল্ডার্সের মাধ্যমে কোটি কোটি টাকার ঘুষ নিয়ে সেই টাকা লন্ডনে পাচারের অভিযোগ ওঠে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহানের (অপারেশন) বিরুদ্ধে রেলের ক্যাটারিং বাণিজ্যের ৬ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এর আগে এ অভিযোগের বিষয়ে ২৪ সেপ্টেম্বরের মধ্যে দুদকে তথ্য জমা দিতে রেলওয়ের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছিল। তবে আলোচিত এই মিয়া জাহান গত ২৯ নভেম্বর অবসরে গেছেন বলে জানা গেছে।
ানা গেছে, রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর কাছ থেকে ২৬০০ ও ২৭০০ গ্রুপের রেল ইঞ্জিনের জন্য কানাডা থেকে কেনা মটরের তথ্য জানতে চেয়েছে দুদক। এছাড়া তিনি রেলওয়েতে যেসব কাজ করেছেন তার আর্থিক মূল্যতালিকা ও প্রকল্পসহ যাবতীয় তথ্য ৮ ডিসেম্বরের মধ্যে দুদকে পাঠানোর জন্য বলা হয়েছে। ইতিমধ্যে অভিযোগ তদন্তে দুদকের সহকারী পরিচালক সোমা হোড়ের নেতৃত্বে দুই সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, রেলওয়ের দুই ঠিকাদার মিলে শত শত কোটি টাকার হরিলুট করে বিদেশে পাচার করেছেন। তার সত্যতাও পেয়েছে দুদক। এর মধ্যে দীর্ঘদিন ধরেই ‘ডিজির বন্ধু’ পরিচয়ে রেলওয়ে পূর্ব ও পশ্চিম বিভাগে আফসার বিশ্বাস বিস্তার করেছেন একক আধিপত্য। শিরিজা মেটাল ও বিশ্বাস বিল্ডার্স নামে তার  প্রতিষ্ঠান শত শত কোটি টাকার কাজ করে।
অন্যদিকে ফেরদৌস হুদার বিরুদ্ধে সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের নামে রাজস্ব খাতে বাজেট বৃদ্ধির নামে ঠিকাদারদের কাছ থেকে খরচ বাবদ বিলের বিপরীতে এক থেকে দুই শতাংশ টাকা আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে।
এ বিষয়ে রেলওয়ের সাবেক পরিচালক মিজানুর রহমান কাজল বলেন, ‘সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতির নির্দেশে ঠিকাদারদের কাছ থেকে টাকা উত্তোলনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে সংগঠনটি। যাদের মধ্যে রয়েছেন জাকির হোসেন, এনায়েত কবির, মিজানুর রহমান কাজল, মাসুদ হোসেন এবং আবদুর রহমান মোল্লা। বরাদ্দ করাতে ঢাকা রেলওয়েতে গত ১৯ নভেম্বর  প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বরাবর ৯৫০০ খাতে অর্থ ছাড় করতে সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি চিঠি দেন। সাপ্লাইয়ারদের অভিযোগ, বাজেটের টাকা আনার নামে গত তিন বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় সংগঠনটি।’
এ বিষয়ে অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) নুরুল ইসলাম বলেন, ‘বাজেটের জন্য একটি টাকাও দেওয়ার বিধান নেই। ২০১৭-২০১৮ অর্থবছরে ১৫১ কোটি টাকা, ২০১৮-২০১৯ অর্থ বছরে ১৮০ কোটি ৭১ লাখ টাকা ও ২০১৯-২০২০ অর্থ বছরে ১৮৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।’
 

রিটেলেড নিউজ

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

সলিমপুরে নজরদারি বাড়াতে কার্যালয় খুলছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : : নতুন করে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। সলিমপুরে পাহাড় ব্যবস্থাপনার জন্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খ...বিস্তারিত


নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারালো হানিফ পরিবহনের বাস, নিহত ১

স্টাফ রিপোর্টার : : হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, মিনিবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়...বিস্তারিত


প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

প্রতিমা বিসর্জনে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : :  বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। ব...বিস্তারিত


চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্ত

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১...বিস্তারিত


ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

ইসলামী ব্যাংক এখন আসকার দীঘির পাড়ে

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮৮তম শাখার উদ্বোধন করা হয়ে...বিস্তারিত


 বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

বায়তুশ শরফ জাতিভিত্তিক একটি আধ্যাত্মিক ও সেবামূলক প্রতিষ্ঠান :শিক্ষা উপ-মন্ত্রী 

খবর বিজ্ঞপ্তি : বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ৪০তম বার্ষিক সভা ও নির্বাচিত বেসরকারী মাদ্রা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর