চট্টগ্রাম   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪  

শিরোনাম

মীরসরাইয়ে আগামী ২৮ নভেম্বর আওয়ামী যুবলীগের সম্মেলন 

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব), মীরসরাই :    |    ১১:৫৯ এএম, ২০২০-১১-১৪

মীরসরাইয়ে আগামী ২৮ নভেম্বর আওয়ামী যুবলীগের সম্মেলন 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, দেশের প্রথম যুব সংগঠন। ১৯৭২ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষনমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মুলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়ীক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা।বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। সে সময় চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মনি, সাধারন সম্পাদক ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আহমেদ, সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ছিলেন সৈয়দ রেজাউর রহমান অ্যাডভোকেট। সারা বাংলার যুবসমাজের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার যথাযথ নির্বাচন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এঁর চেয়ারম্যান সততা, আদর্শ আর নৈতিক প্রজন্মের প্রতীক অধ্যাপক শেখ ফজলে শামস পরশ যে বর্তমানে যুবলীগের মাধ্যমে যুবসমাজ কে সংগঠিত করার গুরু দায়িত্ব পালন করছে। সেই ঐতিহ্যবাহি যুব সংগঠনটি ২০১৩ সালের ৮ই সেপ্টেম্বর ঘোষিত আহবায়ক কমিটি দিয়ে দীর্ঘদিন যাবত চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে আসছে। যদিও আহবায়ক কমিটির মেয়াদ ৯০দিন। কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্ববৃন্দ ক্যাসিনো কেলেঙ্কারির কবলে পড়লে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক কমিটির বিলুপ্ত ঘোষণা করে কিছু নতুন নিয়মের সূচনা করে। নতুন নিয়মে নেতা নির্বাচনে বয়সসীমা ৪৫ থেকে ৫৫ বছর নির্ধারণ করা হয়। গত ১১নভেম্বর ২০২০ইং সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মীরসরাইয়ে কর্মসূচী পালনের সময় অতিউৎসাহী ও সংঘবদ্ধ কুচক্রী মহল আগত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করার সময় পাল্টাপাল্টি স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে কলংকিত করে মীরসরাইয়ের আওয়ামী যুবলীগের রাজনীতি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী যুবলীগের কর্মী জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর আগে বেশ কিছু ইউনিয়নে সম্ভাব্য যুবলীগ পদ প্রার্থীরা সাংগঠনিক নিয়ম না মেনে সামাজিক দুরত্ব বজায় না রেখে, সভা মিছিল মিটিং ও আধিপত্য বিস্তার করে এলাকায় আতংক ছড়িয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট করে বিভ্রান্তি সৃষ্টি করে। অথচ এঁরা বেশীর ভাগই ২০০৯ সালের পরের রাজনৈতিক কর্মী। দলের সুবিধাজনক অবস্থায় পদ পাওয়ার জন্য যেন মরিয়া হয়ে উঠে। ইতিমধ্যে অএ উপজেলায় আসন্ন পৌর নির্বাচন ও ইউপি নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়নের প্রত্যাশায় নিজেদের গ্রুপকে ভারী করার জন্য যুবলীগের পদপ্রার্থীদের সংগঠিত করে রাজনৈতিক মাঠ নিজেদের অনুকূলে রাখার রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সূএে জানা যায়, জাতীয় সাংসদ নির্বাচনে মিছিল নিষিদ্ধ। সেখানে তাঁরা কার ইশাঁরায় মিছিল করে? বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রাখার উপরে প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিরাম দিক নির্দেশনা, প্রচার প্রচারণা চালাচ্ছে সেখানে তাঁরা উঠতি বয়সী কিশোর ছেলেদের নিয়ে নানান কর্মকান্ড করে তা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লাইভে আসার প্রবণতা দেখা যায়। একে অপরকে আক্রমণাত্মক পোস্ট ও কটাক্ষ করে হুশিঁয়ারি দেয়। এছাড়া বিল বোর্ডের মত ব্যয়বহুল প্রচারণায় ও পিছিয়ে নেই। তাঁদের এতসব বিষয়ে অর্থের যোগানদাতার নেপথ্যে মূলত কারা প্রশ্ন থেকে যায় মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্ববৃন্দ, ও উপদেষ্টা মন্ডলীদের নিকট। গণমাধ্যমে দেখা যায়, ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ, অপরদিকে মীরসরাইয়ে ঝরায় রক্ত! তাহলে কি তাঁরা ক্যাসিনো ও দলীয় প্রভাব বিস্তারকারীদের অনুসারী কেউ? মীরসরাইয়ে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উওর-জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল। তিনি ঘটে যাওয়া অনাকাংখিত দূর্ঘটনার প্রত্যক্ষদর্শী। যুবলীগের অনুষ্ঠানে সেদিনের ঘটনায় জড়িতদের সাংগঠনিক নিয়ম ও দেশের প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হবে এই আশা তৃণমূলের অনেক কর্মী সমর্থকদের। কারণ এই বিষয়ে গণমাধ্যমে খবর প্রচার হওয়ায় মীরসরাই উপজেলার আওয়ামী রাজনীতির ভাবমূর্তি নষ্ট হয় দেশবাসীর কাছে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের রাজনীতিতে সম্পৃক্ত অনেকের সাথে আলাপ করে জানা যায়, গ্রুপিং, দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার, হিংসাত্মক মনোভাব ও সন্ত্রাসী তৎপরতা সৃষ্টিকারী প্রার্থীদের পদ বঞ্চিত করে প্রচার বিমুখ, ত্যাগী সাবেক কর্মীদের যুবলীগে পদায়ন করা এখন সময়ের দাবী। গতকাল শুক্রবার মীরসরাই আওয়ামী যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন মীরসরাই আওয়ামী যুবলীগের সম্মেলন'কে কেন্দ্র করে এক বিবৃতি দেন। তিনি জানান, চট্টগ্রাম উত্তর-জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আল মামুন ও সাধারন সম্পাদক এস এম রাশেদুল আলমের সাথে মীরসরাই উপজেলা আহবায়ক কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ২৮শে নভেম্বর ২০২০ইং রোজ শনিবার মিঠাছড়া হাই স্কুল ময়দানে সকাল ১০টায় মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মীরসরাই উপজেলার আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন শাখার সম্পুর্ণ কার্যনির্বাহী কমিটি, যে সকল ইউনিয়ন ও পৌরসভায় কমিটি হয় নাই সেখানে প্রতি ওয়ার্ডে ৫ জন করে প্রতিনিধি এবং সাবেক ছাত্রলীগ নেতা যারা সভাপতি/সম্পাদক পদপ্রার্থী সবাই ডিলিগেট হিসাবে থাকবেন। প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার তালিকা আগামী ৩ দিনের মধ্যে উপজেলা আহবায়ক কমিটির নিকট পৌঁছাতে হবে। সম্মেলনের দিন সকাল ১০টায় তালিকা অনুযায়ী কঠোর শৃঙ্খলা ও সকল'কে সামাজিক দুরত্ব অনুসরণ করে প্রবেশ করতে হবে। এখন থেকে সম্মেলন পর্যন্ত কোনো স্তরেই শো- ডাউনমূলক কোন মিটিং মিছিল করা যাবে না। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় সকল নেতা-কর্মীর সার্বিক সহযোগিতা এবং আন্তরিক ভূমিকা প্রত্যাশা করছি। উল্লেখ্য মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়কগণ হলেন মোশাররফ হোসেন মান্না, নুরুল আবছার সেলিম, মাহফুজ উল আলম, কামরুল হায়দার চৌধুরী। 

রিটেলেড নিউজ

 রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গুইমারা প্রতিনিধি :: : রাউজানে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হ...বিস্তারিত


কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

কক্সবাজারের লাবণী পয়েন্টে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

রামু প্রতিনিধি : : বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননী...বিস্তারিত


বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাউজান প্রতিনিধি : : রাউজানে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রামিম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হ...বিস্তারিত


মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো ৩ বসতঘর

মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো ৩ বসতঘর

মীরসরাই প্রতিনিধি : :  মিরসরাই উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (৫ অক্টোবর) রা...বিস্তারিত


পেকুয়ায় দন্ত চিকিৎসকের উপর হামলা

পেকুয়ায় দন্ত চিকিৎসকের উপর হামলা

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় কেয়া ডেন্টাল কেয়ারে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত।  বুধব...বিস্তারিত


রহমতপুরে ঘরে ঘরে ডেঙ্গু রোগী

রহমতপুরে ঘরে ঘরে ডেঙ্গু রোগী

সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডের কুমিরায় দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। অবস্থা এমন যে একটি গ্রামের ঘরে ঘরে জ্বর। আর এসব জ্বর ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর