শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:০৮ পিএম, ২০২০-১০-৩১
সারা দেশের ন্যায় চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে -২০২০ উদযাপন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ দামপাড়াস্থ অডিটরিয়ামে উৎসব মূখর পরিবেশে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এ কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করেছে (সিএমপি)। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা ও কমিউনিটি পুলিশিং এ ভালো দক্ষতা অর্জনকারী ব্যক্তিদের মধ্যে সনদ ও সম্মাননা স্বারক প্রদান। চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্য সচিব অহিদ সিরাজ, অতিরিক্ত কমিশনার ট্রাফিক শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোস্তাক আহম্মেদ খান উপস্থিত ছিলেন। সিএমপি কমিশনার বলেন, ২০১৬ সাল থেকে কমিউনিটি পুলিুশং কার্য্ক্রম শুরু হয়েছে। আজ ৩১ অক্টোবর এ মিলন মেলার মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ তাদের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে পুলিশের পক্ষে জনমত তৈরিতে আরো একধাপ এগিয়ে গেল। এদিকে চট্টগ্রাম জেলা পুলিশ যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন করছে। আজ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার ১৪ টি উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নুরুল হুদা, মিরসরাই কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারি নাসির উদ্দিন, বোয়ালখালী কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারি মনির খান বক্তব্য রাখেন। এ সময় সীতাকুন্ড উপজেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয়ক আলাউদ্দিন সাবেরী ও চট্টগ্রাম জেলা পুলিশের এস আই ফকর উদ্দিন আল রাজীকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্বারক ও সনদ উপহার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে এস এম রশিদুল হক বলেন, বাংলাদেশ পুলিশ এখন জনগণের পুলিশ। পুলিশের সাথে সাধারণ মানুষের এখন নিবিড়তা বাড়ছে। স্থানীয় যে কোন সমস্যা সমাধানে পুলিশই বেশি ভূমিকা রাখছে। পুলিশের সেবা এখন এতটাই সহজলভ্য যে পুলিশ সাধারণ মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে সক্ষম হয়েছে। তিনি বলেন, পুলিশের চাকরি এখন সেবাধর্মী। সকল ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ দৃষ্টান্তমূলক সেবায় নিয়োজিত রয়েছে। পুলিশ এখন জনতার হয়ে কাজ করছে উল্লেখ করে পুলিশ সুপার আরো বলেন, করোনা মহামারীতে পুলিশের যে আবদান তা ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। করোনায় পুলিশ রাস্তায় কাজ করছে। করোনা রোগীর পাশে দাঁড়িয়েছে। করোনায় যত বেশি পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ ততবেশি কাজে উদ্যমী হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বাংলাদেশ রেলওয়ের প্রথম চালানের ৮টি ব্রডগেজ লোকোমেটি...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২য় বর্ষের শিক্ষার্থী নাইমুল হাসান আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কণর্ফুলী উপজেলার মেরিন একাডেমিতে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. তারেক (৩৪) নামে এক নির...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের চকবাজার থানার খালপাড় এলাকা থেকে কাজের বুয়াকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : এইচএম ইন্ডাস্ট্রি লিমিটেডে যদি কর্মস্থানের সুযোগ হয় অবশ্যই করবেন। তবে অন্যায় আবদার করা যাবে না। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন কাট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited