শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৫:৩৪ পিএম, ২০২০-১০-১৪
লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন,হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২২ অক্টোবর উদযাপন হবে। করোনা ভাইরাসে বৈশ্বিক মহামারী আকারে ধারণ করায় সীমিত আকারে পূজা পালন করতে হবে। স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কোন প্রকার ডিজে গান পরিবেশন করতে পারবেনা। সবাইকে সরকারী আদেশ মেনে পুজা উদযাপন করতে হবে। তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশে করোনাকালীন পরিস্থিতি অনেক ভাল অবস্থানে রয়েছে। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যে মানবতা দেখিয়েছেন সত্যিই অনেক বেশী প্রশংসনীয়। দল যার যার উৎসব সবার। সম্প্রীতির দেশ বাংলাদেশ। তাই লোহাগাড়ার সকল পুজামন্ডপে স্বাস্থ্য বিধি মেনে দুর্গোৎসব পালন করতে হবে। দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে। ১৪ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
এসময় বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ,উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়ার ডিজিএম সরওয়ার জাহান, লোহাগাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি, আধুনগর ইউপির সাবেক ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল, সাধারণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মাস্টার প্রদীপ কুমার দাশ, সাবেক সভাপতি মাস্টার সুজিত পাল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি প্রসেংজিৎ পাল, সহ-সভাপতি মাস্টার অসীম দাশ, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহ-সভাপতি, লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রিটন দাশ, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার রিটন বিশ্বাস, লোহাগাড়া হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ দাশ, বড়হাতিয়া ইউপি মেম্বার সুনিল সরকার, রাজু ধর, লোহাগাড়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, বাবলা শংকর নাথ, রিটন দাশ প্রমুখ। এছাড়াও উপজেলার ৯ইউপির পুজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।
চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশে ৫০০০ পিস ইয়াবা সহ এক যুবককে আটক করে চন্দনাইশ থানা পুলিশ। ২৬ জানুয়ারি দিবাগত রাতে চট্ট...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের বাঁকখালী নদীর উপর নির্মিত রাবার ড্যাম সংস্কার কাজের চরম ধীরগতির কারণে কক্সবাজার সদর ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : লাভ বাংলাদেশ কুতুবদিয়া উপজেলার কমিটিতে কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্...বিস্তারিত
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব), মীরসরাই : : মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ টোলা গ্রামের কৃতি সন্তান সুপ্রিমকোর্টের ...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে কানা মাঝি কোনাপাড়া আর্মি ক্যাম্প এলাকায় বন্য হাতির ...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া : : চট্টগ্রামের খানহাট-ধােপাছড়ি-বান্দরবান জেলা মহাসড়কের হাসিমপুর ইউনিয়ন অংশ পর্যন্ত ৩ কিলােমিটা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited