শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩১ পিএম, ২০২০-১০-১৪
আড়তে আলুর দাম কমছে। কয়েকদিন আগে যে আলু রিয়াজউদ্দিন বাজারের আড়তে বিক্রি হয়েছে ৪৪ টাকা, সেই আলু এখন ৪০ টাকা।
তবে কয়েকশ’ গজের মধ্যে খুচরায় সেই আলু বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে রিয়াজউদ্দিন বাজারের আলুর আড়ত ও খুচরা বাজারে এমন চিত্র দেখা গেছে।
কুমিল্লা বাণিজ্যালয়ের হারিছ খান বলেন, বুধবার ভোরে আমাদের আড়তে মুন্সিগঞ্জ থেকে ২৭৮ বস্তায় ৫১ টন আলু নেমেছে। মানভেদে ৩৮-৪০ টাকা বিক্রি হচ্ছে পাইকারিতে। অবিশ্বাস্য হলেও সত্যি যে, আলুর দাম যখন বাড়ছিল তখন বেচাকেনাও ছিল বেশি। এখন দাম কমছে, ক্রেতা কম।
তিনি জানান, যে কেউ আড়ত থেকে ৫০-৬০ কেজির বস্তা পাইকারি দামে কিনতে পারে। তাকে বস্তাপ্রতি ১০ টাকা আড়তদারি, ২০ টাকা লেবার চার্জ দিতে হবে।
একজন আড়তদার বলেন, গত সপ্তাহে হিমাগারে আলুর দাম বেশি থাকার সময় রিয়াজউদ্দিন বাজারের ১৬টি আড়ত মিলে আলু আসতো ৫-৬ ট্রাক। গত কয়েকদিন ধরে আসছে ১৩, ১৭, ২১ ট্রাক। সরবরাহ বেড়েছে।
মুন্সীগঞ্জের আলু বেপারী আমিন শেখের সঙ্গে কথা হয় মামুন ট্রেডার্সে। তিনি জানান, হিমাগার খোলার পর আলু বিক্রি হয়েছিল ২২ টাকা। সেই আলু গত সপ্তাহে হিমাগারে বিক্রি হয়েছিল ৪৩ টাকা। গতকাল বিক্রি হয়েছে ৩৭ টাকা। আমরা আড়তে এনে বিক্রি করছি ৩৮-৩৯ টাকা।
তিনি জানান, আলুর অনেক ভ্যারাইটি আছে। হিমাগার থেকে আমরা কাগজই কিনি। এরপর ভাগ্যে যা থাকে। তবে এবারের মতো আলুর দাম কখনো দেখিনি। মাসখানেকের মধ্যে নতুন আলু বাজারে আসবে।
কুসুমপুরা বাণিজ্যালয়ের অমিত পাল জানান, কয়েক যুগ ধরে আলুর আড়তে আছি। এবারই রেকর্ড দাম দেখলাম আলুর।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএস নাজের হোসাইন বলেন, নানা কারণে আলুর মজুদ ফুরিয়ে আসছে। করোনার প্রথম ঢেউ আঘাত হানার সময় ত্রাণ বা সহায়তা হিসেবে চাল, ডালের সঙ্গে প্রচুর আলুও বিতরণ করা হয়েছে। এসময় অনেক আলু পচে গেছে, অপব্যবহার হয়েছে। পাশাপাশি বন্যার কারণে আলু চাষে দেরি কিংবা ফসলের ক্ষতি হয়েছে। এখন হিমাগারের আলুই ভরসা। সেখানে নজরদারি বাড়াতে হবে। কৃষি বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আলু আমদানি বা ন্যায্যমূল্যে টিসিবির ট্রাকে আলু বিক্রির উদ্যোগ নিতে হবে সরকারকে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে ‘সুষ্ঠু নির্বাচন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী প্রজেক্ট তৈরি করে আওয়ামী প...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া : : কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনাভাইরাসের ভ্যাকসি...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া : : নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাস-সহিংসতার অভিযোগ এনে এজন্য বিএনপিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভোটকেন্দ্র দখল নিতে প্রকাশ্যে গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ-সহিংসতা, প্রাণহানি, ইলেকট্রনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited