শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি : | ০৪:১১ পিএম, ২০২০-০৮-১৭
কক্সবাজার সদরের ঈদগাঁও বাস-স্টেশনে থামছে না যানজট। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন হয়ে আটকে যায় দূরপাল্লাসহ বিভিন্ন ধরনের গাড়ি। এসময় অতিরিক্ত সময় গুনতে হচ্ছে রুগী, ডাক্তার, ছাত্র-ছাত্রী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশার লোকজনকে। ফলে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রার মান। অতিষ্ঠ হয়ে পড়েছে বিশ্বরোড হয়ে বাজারে আসা বিশ হাজারের অধিক মানুষ। ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ার পরেও রেহায় মিলছে না যানজটের কবল থেকে। দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবী জানিয়েছেন বিশিষ্টজনেরা।
সরেজমিন দেখা গেছে, ঈদগাও বাস-স্টেশনে কয়েক ধরনের লোকাল গাড়ির অফিস রয়েছে। প্রত্যেক গাড়ি দাড় করানো হয় বাস-স্টেশনে। দীর্ঘক্ষন দাড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করা হয় এসব গাড়িতে। এসময় বিশ্বেরোডের ফুটপাতসহ মূল সড়কের অধিকাংশ দখল করে নেই এইসব গাড়ি। ফলে দূরপাল্লার গাড়ি এ অংশে এসে উভয় পাশ থেকে ক্রসিং করতে না পেরে লেগে যায় যানজট। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় গাড়ি চলাচল স্বাভাবিক হতে। অপরিকল্পিত গাড়ি স্ট্যান্ড বন্ধ করা না গেলে যানজট নিরসন সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।
প্রয়োজনের চেয়ে ছোট এই বাস-স্টেশনে যেসব গাড়ির অফিস রয়েছে, মাইক্রোবাস, সিএনজি, মাহিন্দ্রা, টমটম, বারো আওলিয়া সার্বিস, আলিরাজ পরিবহন, ঈদগাও লাইন, সী-লাইন, অটো রিকসা, ডাম্পার, ছাড়পোকা, হিল লাইনসহ দুর পাল্লার ও স্বল্প দুরত্বের ছোট-বড় অসংখ্য যানবাহনের অবৈধ কাউন্টার ও অস্থায়ী পার্কিং স্টেশন। এসব গাড়ি নিদৃষ্ট পার্কিং ব্যবস্থা নেই। বিশ্বরোডের ফুটপাত ও মূল রাস্তা দখল করেই চলেছে গাড়ি গুলোর কার্যক্রম। হাইওয়ে সড়কে চলাচলের নিয়ম না থাকলেও চলছে টমটম ও অটো রিকসা। ফলে যানজট তীব্র থেকে তীব্র হচ্ছে।
এদিকে এইসব গাড়ির অধিকাংশ চালক অনভিজ্ঞ ও লাইসন্স বিহীন বলেও নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। তাদের নেই কোন প্রশিক্ষণ। ড্রাইভারেরা হাইওয়ে সড়কের নিয়মনীতি না জানার কারণে এক্সিডেন্টসহ যানজট বাড়ছে বলে ধারনা অনেকের। এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এছাড়া স্টেশন কেন্দ্রিক মহাসড়কের দুই পাশে দোকানের সামনে ঝুপড়ি দিয়ে সড়ক দখল করে দোকান বের করার কারণেও যানজট বেড়েছে বলে জানান ভুক্তভোগীরা। পথচারীদের মতে সড়কের ফুটপাত দখল করে দোকান বসায় ফুটপাত খুজে পাওয়া মুশকিল, ফলে ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষা প্রতিষ্টানগামী শিক্ষার্থী ও পথচারীদের।
অন্যদিকে স্টেশন কেন্দ্রিক গড়ে উঠা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ভিশন শো রুম ও কেজি স্কুল গেইটে গড়ে উঠা মার্কেটের দ্বিতীয় তলার ইলেক্ট্রনিক্স শো রুমের সিড়ি সরাসরি রাস্তার উপর নির্মাণ করায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেন দেখার কেউ নেই। এছাড়া সব মার্কেটের সামনে ঝুপড়ি দিয়ে সড়কের উপর ভাসমান দোকান ভাড়া দেয়ায় স্টেশন জুড়েই নিত্য যানজট।
এসব গাড়ির অফিস থেকে মাসিক মাসোহারা নেওয়ার কারণে সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও সুত্রে জানা গেছে।
আবার স্টেশন সংলগ্ন যাত্রী ছাউনির সামনে যানজট নিরসনে ঠাঁই দাঁড়িয়ে থাকা কয়েক পুলিশ সদস্যের দেখা মিললেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ঈদগাহ বাস-স্টেশনে চাহিদার চেয়ে কমসংখ্যক ট্রাফিক পুলিশ হওয়ার কারণে যানজট সামলানো যাচ্ছে না বলেও জানা গেছে। ট্রাফিক পুলিশের মাত্র তিনজন সদস্য একজন টি আই, সার্জেন্ট ও সিপাহি কর্মরত রয়েছে ঈদগাহ বাস-স্টেশনে। নিয়মিত ডিউটি করেন সার্জেন্ট ও সিপাহি দুইজন, যাদের দিয়ে এতোবড় বাস-স্টেশন কাভার করা সম্ভব নয়। তাই আরো জনশক্তি বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ঈদগাহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল জাহান চৌধুরী বলেন, ঈদগাহ বাস-স্টেশন একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। এটাকে যানজট মুক্ত করতে ফুটপাতের ভাসমান দোকান, যত্রতত্র গাড়ি পার্কিং ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
ঈদগাঁওতে কর্মরত ট্রাফিক পুলিশের টিআই সুশান্ত বলেন, আমাদের জনবল সংকটের কারণে শত চেষ্টার পরেও যানজট নিরসন করা সম্ভব হচ্ছে না। যা উর্ধতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তাছাড়াও স্থানীয় বাস কাউন্টার ও গাড়ি পার্কিং বিষয়ে সমস্যা রয়েছে যা সামাধানের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক : মাকে সালাম করে ভোট দেওয়ার জন্য নগরের পশ্চিম বাকলিয়ায় যাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী সিটি ডা. শাহাদ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামি ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন কাল বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ৮ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আট হাজার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এ উপলক্ষে নগরের দুইটি রফতানি প্রক্রিয়াকরণ...বিস্তারিত
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব), মীরসরাই : : প্রতিবছর বাংলা একাডেমি থেকে সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ২৫শে জানুয়ারি ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited