শিরোনাম
মুহাম্মদ রুশনী মোবারক, পটিয়া : | ০১:৫১ পিএম, ২০২০-০৮-১৬
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের থাকার ডরমিটরিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন হাসপাতালের একজন কর্মচারী। ঐ কর্মচারী জানিয়েছেন এটি তাকে বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ।
পটিয়া হাসপাতালের আরএমও রাজিব দে জানান, হাসপাতালের ডক্টরস ডরমেটরি গত ডিসেম্বরে দখল করে তাতে বসবাস করছেন কমিউনিটি হেলথ ক্লিনিক কর্মী মোহাম্মদ রাসেল। সরকারি বিধান মতে তিনি সেখানে বসবাস করার কোনো ধরনের যোগ্যতা রাখেন না।
এই ডরমিটরি নিয়ে এখন নানা কথা চলছে হাসপাতাল ও এলাকায়।হাসপাতালের অ্যাম্বুলেন্সের চাকা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।অভিযোগের তীর রাসেলের ড্রাইভারের প্রতি।রাসেলের একটা নোহা গাড়ি এবং ২ জন চালক আছে।তারা রোগী নিয়ে শহরে যাতায়াত করে, যদিও রাসেল তা অস্বীকার করছে।তবে ডরমিটরির সামনে তার গাড়িটি থাকলেও বেসরকারি এ্যাম্বুলেন্সগুলো সম্প্রতি বের করে দেয়ায় ক্ষেপেছে বেসরকারি এ্যাম্বুলেন্স চালক ও মালিকরা।
সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগী পরিবহনের পর, পরের রোগী বেসরকারি অ্যাম্বুলেন্সকে দিতে হবে দাবি করে সরকারি অ্যাম্বুলন্সের চালককে হত্যার হুমকিও দেয়া হয়েছে। ওই ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে জেলা সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে। পরে এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পটিয়া হাসপাতালে দুটি সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। করোনাকালীন রোগীর চাপ বেড়ে যাওয়ায় পটিয়া পৌরসভার অ্যাম্বুলেন্সটিও পটিয়া হাসপাতালে যুক্ত করা হয়। কিন্তু বেসরকারি কয়েকটি অ্যাম্বুলেন্স মালিক সরকারি অ্যাম্বুলেন্সগুলো যাতে অকেজো হয়ে থাকে সেজন্য প্রায়শই নানাভাবে ক্ষতি করে থাকে। বিধি মোতাবেক সরকারি হাসপাতালের ভেতরে বা আশপাশে কোনো ধরনের যানবাহন রাখার বিধান নেই।
স্বাস্থ্য কর্মী মোহাম্মদ রাসেল জানান, ডক্টরস ডরমেটরি তাকে একমাস আগে বরাদ্দ দেয়া হয়েছে। তার একটি গাড়ি ও দুজন চালক রয়েছে। তারা গাড়িটি সেখানে রাখলেও রোগী পরিবহনের অভিযোগ সঠিক নয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদ জানিয়েছেন, কে বা কারা হাসপাতালে প্রবেশ করে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের চাকা কেটে দিয়েছে। বিষয়টি সিভিল সার্জন ও থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। ডরমেটরিতে মোহাম্মদ রাসেল নামের এক স্বাস্থ্য কর্মী আগে থেকে বসবাস করতেন। এক মাস আগে তার নামে শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়েছে। একজন কর্মচারী ডক্টরস ডরমিটরি বরাদ্দ পায় কি না এ প্রশ্নের তিনি কোন সদুত্তর দিতে পারেননি। ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন এ্যাম্বুলেন্স চালকের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশে ৫০০০ পিস ইয়াবা সহ এক যুবককে আটক করে চন্দনাইশ থানা পুলিশ। ২৬ জানুয়ারি দিবাগত রাতে চট্ট...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের বাঁকখালী নদীর উপর নির্মিত রাবার ড্যাম সংস্কার কাজের চরম ধীরগতির কারণে কক্সবাজার সদর ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : লাভ বাংলাদেশ কুতুবদিয়া উপজেলার কমিটিতে কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্...বিস্তারিত
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব), মীরসরাই : : মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ টোলা গ্রামের কৃতি সন্তান সুপ্রিমকোর্টের ...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে কানা মাঝি কোনাপাড়া আর্মি ক্যাম্প এলাকায় বন্য হাতির ...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া : : চট্টগ্রামের খানহাট-ধােপাছড়ি-বান্দরবান জেলা মহাসড়কের হাসিমপুর ইউনিয়ন অংশ পর্যন্ত ৩ কিলােমিটা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited