শিরোনাম
মুহাম্মদ রুশনী মোবারক, পটিয়া : | ০৪:৩৮ পিএম, ২০২০-০৯-২৭
এমন কি কেউ আছেন যিনি পুরো জীবনে একবারও চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেননি? নিজে, পরিবারের যেকোনো সদস্য, আত্মীয়-পরিজন, বন্ধু-স্বজন? মধ্যরাতে কাছের কেউ অসুস্থ হয়ে পড়লে কার কাছে ছুটেছেন? হঠাৎ কোনো দুর্ঘটনায়? শিশু, বৃদ্ধ অসুস্থ অবস্থায় যন্ত্রণায় ছটফট করা প্রিয়জনের কষ্ট লাঘবের জন্য কে হয়েছেন সবচেয়ে আপনজন? জরুরি ঝড়, বৃষ্টি, প্রচণ্ড রোদ, যানজট সব উপেক্ষা করে ছুটে যেতে হয়েছে চিকিৎসকের কাছে কিংবা চিকিৎসকই ছুটে এসেছেন আপনার পাশে। রোগীর জীবনের প্রতিটি ক্রান্তিলগ্নে একজন ডাক্তার কী মহৎ ভূমিকা পালন করতে পারেন তা ভাষায় বর্ণনাতীত সেটি ভুক্তভোগী মাত্রই উপলব্ধি করতে পারেন।
এই যে মহামারির সময়, সচেতন ব্যক্তি মাত্রই সচেতন হয়ে বাইরে যাচ্ছেন, ঘরে ফিরছেন একরাশ আতঙ্ক নিয়ে, শত সাবধানতা সত্ত্বেও যেকোনো সময় আক্রান্ত হচ্ছেন করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া ছাড়াও সাধারণ ফ্লুতে। এছাড়া অন্য রোগবালাই ত রইলই! অসুখ শব্দটি থেকে অ কেটে বাদ দিয়ে সুখ খোঁজার জন্য সেই তো যেতে হয় ডাক্তারের কাছেই। বহুজনের বহু টোটকা, পরামর্শ পেলেও স্বস্তি ও মুক্তি খুঁজে পাওয়া যায় শুধুই তাদের কথাতেই।
সারা দেশেই যখন করোনা রোগী বেড়েই চলেছে, একের পর হাসপাতাল, ক্লিনিক যখন রোগী ফিরিয়ে দিচ্ছে, তখনও অনেক ডাক্তাররা নিজের প্রাণের মায়া না করে ঝাঁপিয়ে পড়েছেন দেশের মানুষ'কে সুস্থ করার প্রত্যয়ে। তাদেরই মতো একজন পটিয়ার ‘ ডা.এমদাদুল হাসান ’ (স্যার সলিমূল্লাহ মেডিকেল কলেজ এন্ড মিটফোর্ড হাসপাতাল) থেকে সাফল্যের সহিত এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করেন, বর্তমানে তিনি ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ এ সহকারী রেজিষ্টার হিসেবে কর্মরত আছেন। নাড়ির টানে তিনি সপ্তাহে দুইদিন পটিয়া চেম্বার করেন, শুধুমাত্র নিজ এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা দেয়ার প্রত্যয়ে।
করোনা কালীন সময়ে উনার চেম্বারে তো সেবা দিয়েছেন সেই সাথে তিনি মুঠোফোনের সাহায্যে, ম্যাসেঞ্জারে, বিভিন্ন অ্যাপসে এবং সরাসরি রোগীর বাড়ি গিয়ে পর্যাপ্ত সেবা প্রদান করেছেন।
ডা.এমদাদুল হাসান বলেন - করোনা কালীন সময়ে রোগীদের সেবা দেওয়া ছাড়াও, নিজের ব্যক্তিগত অর্থায়নে উনার নিজ গ্রাম পটিয়ার কচুয়াই 'তে প্রায় ৫০০ পরিবারকে ১০ দিনের পর্যাপ্ত চাল, ডাল, তেল, পেয়াজ,আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করেন। বিবেকের টানে সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি মানব সেবার পাশাপাশি ভোগ্যপণ্য প্রদান করে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। মানব সেবায় পটিয়ায় সর্বস্তরের মানুষের মুখে মুখে এখন ডা.এমদাদুল হাসানের নাম। ডাক্তার হিসেবে রোগীকে সেবা প্রদান দায়িত্ব ও কর্তব্যের পর্যায়ে সে হিসেবে তিনি শতভাগ সফল। বিনা কারণে নানান ধরনের টেস্টের ফাঁদে ফেলা, অতিরিক্ত ফি কোনটায় তার কাছে গ্রহনযোগ্য নয়। পটিয়ায় অনেক রোগী'কে বিনা টাকায় বা নাম মাত্র ফিতে সেবা করা মানবিক এক ডাক্তার। চিকিৎসা একটি মহৎ পেশা। যখন যে অবস্থাতেই থাকুন না কেন তাদের প্রথম কাজই হচ্ছে রোগীর সেবা দেওয়া এবং সেটা করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। সমাজে চিকিৎসকরা একটি শিক্ষিত ও সম্মানিত পেশাজীবী মহল। ডাক্তার না থাকলে রোগীরা যে কত অসহায় সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। করোনা কালীন সময়ে তা সকলে টের পেয়েছে , তাই যারা তখন সরাসরি চিকিৎসা সেবা দিয়েছেন তারা এখন হৃদয়ে স্তান করে নিয়েছে আপামর জনসাধারণের।
ডাক্তাররা যখন পিপিই পাননি তখন প্রশাসন, ব্যাংকার, ব্যবসায়ীরা পিপিই পরে ফটো সেশন করেছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায় প্রত্যেকে সেটি দেখেছি। জেনেছি, আক্রান্ত ডাক্তারদের চিকিৎসা না পাওয়া, যে হাসপাতালে ডাক্তার চেম্বার করেন, সেই হাসপাতালেও চিকিৎসা না পাওয়ার ঘটনাও। লকডাউন কালীন সময়ে ডাক্তাররা চেম্বারে/কর্মস্থলে যেতে আসতে বাধার সম্মুখীন হয়েছে, সব বাধা অতিক্রম করে রোগীদের সেবা দিয়ে করোনা মহামারী সাফল্যের সহিত মোকাবেলায় যারা অগ্রগামী ছিলো সে সকল বীর ডাক্তারদের জন্য শুভ কামনা। সহকর্মীদের মৃত্যুতেও তারা থেকেছেন অটল। মানবিক পেশা , মানবিক ভাবেই মূল্যায়িত হোক ডাক্তারা।
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের বাঁকখালী নদীর উপর নির্মিত রাবার ড্যাম সংস্কার কাজের চরম ধীরগতির কারণে কক্সবাজার সদর ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : লাভ বাংলাদেশ কুতুবদিয়া উপজেলার কমিটিতে কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্...বিস্তারিত
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব), মীরসরাই : : মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ টোলা গ্রামের কৃতি সন্তান সুপ্রিমকোর্টের ...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে কানা মাঝি কোনাপাড়া আর্মি ক্যাম্প এলাকায় বন্য হাতির ...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া : : চট্টগ্রামের খানহাট-ধােপাছড়ি-বান্দরবান জেলা মহাসড়কের হাসিমপুর ইউনিয়ন অংশ পর্যন্ত ৩ কিলােমিটা...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর সংযোগ সড়ক প্রকল্পের আওতায় চকরিয়ার ফাঁসিয়াখালীর হাসেরদী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited