শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৭:২৯ পিএম, ২০২০-০৯-১৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাকে এলোমেলো ও যানজটমুক্ত করতে দিনভর অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো.আনোয়ার হোসেন শামীম।
আজ (১৪ সেপ্টেম্বর)সকাল থেকে রোয়াজার হাট, পৌরসভা, চন্দ্রঘোনা, মরিয়মনগরসহ গুরুত্বপূর্ণ বাজার গুলোতে এলোমেলো গাড়ি পার্কিং প্রতিরোধ করতে এই অভিযান পরিচালনা করা হয়, কাপ্তাই সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত এ অভিযানে অনেকটাই যানজটমুক্ত হয়েছে।
এদিকে সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ব্যস্ততম বাজার রোয়াজার হাট হতে অভিযান শুরু হয়ে ঘণ্টাব্যাপী বাজার জুড়ে এই অভিযান চালানো হয় পাশাপাশি গাড়ির চালক ও পথচারীদের সচেতন করা অব্যাহত থাকে। অভিযানকালে এলোমেলোভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনকে রাস্তা থেকে সরিয়ে ১০ ফুট দূরে করে নির্ধারিত জায়গায় সুশৃঙ্খলভাবে দাঁড় করাতে বাধ্য করা হয়,ইচ্ছে মত গাড়ি পার্কিং,যাত্রী ওঠানামা, না করার জন্য বলা হয়।
উপস্থিত কিছু স্থানীয় পথচারী জানান অসহনীয় যানজটের কারণে রাঙ্গুনিয়ায় বাণিজ্যিক কর্মকাণ্ডসহ সাধারণ মানুষের দৈনন্দিন কার্যাবলী চরমভাবে ব্যহত হচ্ছিল। রাঙ্গুনিয়ায় এমন অভিযান খুব প্রয়োজন ছিলো। নির্দিষ্ট কয়েকটি বাজার কেন্দ্রিক প্রবল জ্যামের কারণে ১০ মিনিটের রাস্তা পার হতে আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়। পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ যে, তারা অবশেষে মানুষের মনের ভাষা পড়তে সক্ষম হয়েছেন। তবে অভিযানে সন্তোষ প্রকাশ করলেও কয়েকদিন পর যানজট পরিস্থিতি যেন যেই লাউ সেই কদু না হয়ে পড়ে, এ ব্যাপারে নজর রাখতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
চট্টগ্রামে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার এএসপি আনোয়ার হোসেন শামীম কাপ্তাই সড়কে যানজট সৃষ্টিকারী এবং এলোমেলো গাড়ি পার্কিং এ বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের রাস্তা জনগণকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে, এখানে আপনার আমার কারো ক্ষমতা নেই জনগণের জায়গা দখল করে সড়ক চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা। প্রাথমিক পর্যায়ে আমরা সকলকে সতর্কতাঃ স্বরূপ বলে যাচ্ছি অন্যথায় সড়ক বিশৃঙ্খলা কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন জনগণ যদি এই বিষয়ে পুলিশদের সহায়তা করে এবং যেখানে সেখানে না দাঁড়িয়ে গাড়িতে ওঠা নামা না করলে সড়ক বিশৃংখলা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
উল্লেখ্য যে,রাঙ্গুনিয়ার যানজট দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন রাস্তা, বিশেষ করে ব্যস্ততম কাপ্তাই সড়কের বিভিন্ন পয়েন্ট অসহনীয় যানজটে পতিত। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও সংশ্লিষ্টদের অসহযোগিতায় সেটি ফলপ্রসূ হয়নি। সদ্য আগত সার্কেল এএসপির গৃহীত উদ্যোগ টেকসই হলেই মাত্র সর্বস্তরের মানুষ এর সুফল লাভে সমর্থ হবেন বলে মনে করেন রাঙ্গুনিয়াবাসী।
এ অভিযানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার এরশাদ হোসেন, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, নিউজ রাঙ্গুনিয়ার সাংবাদিক,সহ রাঙ্গুনিয়া থানার কর্মকর্তাবৃন্দরা।
লোহাগাড়া প্রতিনিধি : : লোহাগাড়া প্রতিনিধি :: সাতকানিয়া-লোহাগাড়ার তালিকাভুক্ত দুঃস্থ-দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়া পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি । চতুর্থধাপের এই নির্বাচনের তারিখ ঘোষনার পর সম্ভাব্য ...বিস্তারিত
লোহাগাড়া প্রতিনিধি : : লোহাগাড়ার বড়হাতিয়ায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছে বলে সংবাদ পাওয়া গ...বিস্তারিত
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : : আসন্ন ১৪ই ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলায় এনজিও'র নামে গ্রামের নারীদের কাছ অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে দুই প্রতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited