শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:০০ পিএম, ২০২০-০৮-২৯
করোনাভাইরাসের ভয়াল থাবায় তছনছ হয়ে গেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামান পরিবার। বাবা-চাচার পর করোনায় মারা গেলেন ঐতিহ্যবাহী জামান হোটেলের অন্যতম প্রতিষ্ঠাতা মালেকুজ্জামানের ছেলে সেলিম জামান।
শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেলিম জামানের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ছয় মাসের ব্যবধানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠান হোটেল জামানের প্রতিষ্ঠাতা তিন ভাইয়ের মৃত্যু হয়। এর মধ্যে গত ২৩ জুন করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে মারা যান সেলিম জামানের বাবা মালেকুজ্জামান (৮৫)।
এর দুদিন আগে ২১ জুন মারা যান জামান হোটেলের আরেক প্রতিষ্ঠাতা নুরুজ্জামান (৬৫)। তারও আগে গত ২ জানুয়ারি মৃত্যু হয় হোটেল জামান অ্যান্ড বিরিয়ানি হাউজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জামানের (৮০)।
পরিবার সূত্রে জানা গেছে, সেলিম জামানের শরীরে সম্প্রতি করোনাভাইরাস শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয় আজগর আলী হাসপাতালে। শনিবার সকালে সেখানে তিনি মারা যান। করোনা ছাড়াও সেলিম জামান দীর্ঘদিন ধরে কিডনি ও থাইরয়েডের রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
এদিকে ছয় মাসের ব্যবধানে বাবা-চাচা আর সর্বশেষ জামান পরিবারের উত্তরসূরি সেলিম জামানের মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো পরিবার।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৪ সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর এবং ৪১ সাধারণ ওয়ার্ড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আগামী পাঁচ বছরের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে ‘সুষ্ঠু নির্বাচন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী প্রজেক্ট তৈরি করে আওয়ামী প...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া : : কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনাভাইরাসের ভ্যাকসি...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া : : নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাস-সহিংসতার অভিযোগ এনে এজন্য বিএনপিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited