শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:৪৯ পিএম, ২০২০-০৮-২৯
ক্রসফায়ারের’ নামে বিচারবহির্ভূত হত্যার দায়ে এবার মামলায় পড়লেন চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাসহ ৬ পুলিশ, ১স্থানীয়। তাদের বিরুদ্ধে মামলা করেছেন নিহত প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার।
বুধবার (২৫ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদুল আলম আদালতে মামলাটি দায়ের করেন ভূজপুর থানা পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত হেলাল উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার। আদালত মামলাটি আমলে নিয়ে হাটহাজারী সার্কেলকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন। মামলা নং সি.আর ১১১/২০
মামলায় অন্য আসামিরা হলেন ভূজপুর থানার দ্বিতীয় কর্মকর্তা শাহাদাত হোসেন, এসআই রাশেদুল হাসান, এস আই ওবাইদুল্লাহ,এস আই প্রবীর দেব,এ এস আই কল্পরঞ্জন চাকমা, স্থানীয় আব্দুল মান্নান।
গত ২৩ মে রাত ২টায় ফটিকছড়ির ভূজপুরে দুই স্কুলছাত্রীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে একদল দুর্বৃত্ত। এ মামলার প্রধান আসামি প্রবাসী হেলাল উদ্দিন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। নিহত হেলাল একই এলাকার জাফর আলমের ছেলে। প্রবাসে থাকলেও বেশ কিছুদিন আগে তিনি দেশে আসেন।
হেলাল উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘আমার স্বামী ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ছিল না। স্থানীয় কসাই মান্নান আমার স্বামীকে ডেকে নিয়ে পুলিশে হাতে তুলে দেয়। পুলিশ আমার স্বামীকে রাতে মেরে ফেলেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এই হত্যার বিচার চাই।’
মামলার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি বলেন, ‘ভূজপুর থানার ওসির বিরুদ্ধে মামলা হয়েছে সেটি শুনেছি। তবে এখনও আমার হাতে কোনো কাগজপত্র আসেনি। তবে এর আগে আদালত থেকে স্থানীয় থানায় কোনো ইউডি মামলা হয়েছে কিনা সেটি জানতে চেয়েছে আদালত। সেটির প্রতিবেদন হাটহাজারী সার্কেল থেকে জমা দেওয়া হয়েছে।’
বাদি পক্ষের আইনজীবী দেওয়ান নজরুল ইসলাম বলেন, ‘আমি মামলাটি ফাইল করার সময় ছিলাম। আমরা মামলাটি তদন্তের জন্য র্যাবকে দেওয়ার আবেদন করেছি। তখন আদালত বলেছেন বিষয়টি প্রাথমিক তদন্ত শেষে র্যাবকে দেবো।’
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ অবশ্য আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘চাঞ্চল্যকর এই ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ধরতে থানা পুলিশের একটি দল আঁধারমানিকের গলাচিপা এলাকায় গেলে প্রধান আসামি হেলাল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে আদালতে মামলা হওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।
চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশে ৫০০০ পিস ইয়াবা সহ এক যুবককে আটক করে চন্দনাইশ থানা পুলিশ। ২৬ জানুয়ারি দিবাগত রাতে চট্ট...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের বাঁকখালী নদীর উপর নির্মিত রাবার ড্যাম সংস্কার কাজের চরম ধীরগতির কারণে কক্সবাজার সদর ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : লাভ বাংলাদেশ কুতুবদিয়া উপজেলার কমিটিতে কুতুবদিয়া লেমশীখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্...বিস্তারিত
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব), মীরসরাই : : মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ টোলা গ্রামের কৃতি সন্তান সুপ্রিমকোর্টের ...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে কানা মাঝি কোনাপাড়া আর্মি ক্যাম্প এলাকায় বন্য হাতির ...বিস্তারিত
রিমন রশ্মি বড়ুয়া : : চট্টগ্রামের খানহাট-ধােপাছড়ি-বান্দরবান জেলা মহাসড়কের হাসিমপুর ইউনিয়ন অংশ পর্যন্ত ৩ কিলােমিটা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited