শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৫ পিএম, ২০২১-০২-২২
চসিকের স্বাস্থ্যসেবার যে জৌলুস ছিল তা ফিরিয়ে আনতে হবে মন্তব্য করে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সময় করপোরেশন সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখত। আমি চাই স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সেই ভূমিকা রাখুক চসিক। সোমবার (২২ ফেব্রুয়ারি) নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। করপোরেশনের স্বাস্থ্যসেবা খাতে অতীতের সুনাম আবার ফিরিয়ে আনা হবে উল্লেখ করে মেয়র বলেন, নগরের অধিবাসীদের সুলভে চিকিৎসাসেবা নিশ্চিতে ঢেলে সাজানো হবে চসিক পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো।
তিনি বলেন, সবসময় নানা সীমাবদ্ধতা, সমস্যা থাকবে তা সত্ত্বেও নাগরিক সুবিধা ও সেবাকে অগ্রাধিকার দিতে হবে। পরিকল্পিতভাবে সব ধরনের সরঞ্জাম, যন্ত্রপাতি ক্রয় ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসালয়গুলোর আধুনিকায়ন করা হবে। যাতে চসিকও নগরের চিকিৎসাসেবায় মডেল হয়ে থাকে বাংলাদেশের মধ্যে। স্বাস্থ্যসেবার সব চাহিদা ও প্রয়োজনীয়তা করপোরেশনের প্রধান নির্বাহী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বসে ঠিক করবেন। যা সহযোগিতা করা দরকার মেয়র হিসেবে আমি অবশ্যই করবো। তবে করপোরেশনের চিকিৎসকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, অবহেলা গাফিলতি হলে কেউ ছাড় পাবেন না। সভায় সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। বক্তব্য দেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. মোহাম্মদ আলী, ডা. নাসিম ভূঁইয়া, ডা. শাহীন পারভীন, ডা. দীপা ত্রিপুরা, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. মুজিবুল আলম, ডা. সুমন তালুকদার, ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডা. তৌহিদুল আনোয়ার, ডা. উম্মে কুলসুম সুমি প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : নগরের আতুরার ডিপো এলাকার একটি তৈরি পোশাক কারখানার ঝুট (টুকরা) কাপড়ের গুদাম আগুনে পুড়েছে। সোমবার ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ২য় সেমিফাইনাল খেলায় পশ্চিম কধুরখীল ইউনিয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে রাঙ্গামাটির জেলা প্রশাসকের বদলিজনিত কারণে বিদায়ী স...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে পুকুরে ডুবে রিতু আকতার (৮) ও হামদান (২) নামে দুই ভাই-বোনের মর্মান্তি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২,৯৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ১০ লিটা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited