শিরোনাম
রিমন রশ্মি বড়ুয়া : | ০৬:২৮ পিএম, ২০২১-০২-১০
মানবতার সেবায় নিয়োজিত ব্যক্তি ও দলের সংখ্যা প্রচুর। ইতিহাসে এমন মানুষের সংখ্যাও অনেক যারা পৃথিবীর নির্মাণ ও উন্নতি সাধনে অকাতরে শ্রম দিয়েছেন।
ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় অগণন, অসংখ্য মানুষ এসে ভিড় করেছে এবং নিজেদেরকে মানবতার সেবক ও নির্মাতা হিসাবে দাঁড় করাতে যারপরনাই চেষ্টা করেছে। তারাও মানবতার সেবা ও নির্মাণের মাপকাঠিতে বিবেচিত ও উত্তীর্ণ । আমরাও বলি, পৃথিবী ও মানবতার তাদের সমূহ চেষ্টা-অবদান বিচার করে দেখা দরকার। সূক্ষ্ম নিক্তিতে মেপে দেখা দরকার, মানবতার নির্মাণ প্রতিষ্ঠা ও বাস্তবায়নের মাপকাঠিতে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হতে পারে কে ?
পরম গাম্ভীর্য আর শ্রদ্ধাস্নাত এ কাফেলাটি রীতিমতোই সম্মানিত শাগরেদ হয়ে আসছে যুগে যুগে মানব সভ্যতার। বড় বড় গ্রীক দার্শনিক আর ভারত বর্ষের নামি-দামি জ্ঞান-গুরুদের ছোঁয়ায় এ কাফেলা বরাবরই ছিল অনন্য-বরেণ্য।
তেমনি এক কাফেলায় যুক্ত মানবদরদী, সমাজ সেবক পটিয়ার কৃতি সন্তান এম সালাউদ্দিন মারুফ। মানবতার সেবায় সমাজে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক। মানবতার সেবা করে গেছেন, করছেন, করবেন এই তার প্রতিজ্ঞা। কিছুটা না বলেলই নয়,
পটিয়ার মধ্যম কুসুমপুরা মরহুম নুরুল আলমের পুত্র মধ্যম কুসুমপুরা আলোর সিঁড়ি ক্লাবের প্রধান উপদেষ্টা এম সালাউদ্দিন মারুফ সরকারের ফান্ডে ১০০০ পরিবারকে চাল প্রদান করার জন্য নগদ অর্থ প্রদান করেন করোনাকালীন সময়ে, পটিয়া ৬ নং ইউনিয়নের আলোর ফাউন্ডেশনের পক্ষ থেকে মারুফ পটিয়ার সাবেক ইউএনও ফারহানা জাহান উপমাকে অর্থ সহায়তা প্রদান করেন করোনার দুর্যোগকালীন। এছাড়াও গত ৯ ফেব্রুয়ারি জনসাধারণের সুবিধার্থে কুসুমপুরা ইসলামিয়া মাদ্রাসার সড়কের জন্য কুসুমপুরা ফোরকানিয়া মাদ্রাসার পাশের নিজের জায়গা সামাজিক প্রয়োজনে নিঃস্বার্থভাবে দান করেন ।
উক্ত সড়কের জায়গা প্রদানকালে উপস্থিত ছিলেন মধ্যম কুসুমপুরা সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নুরু. কুসুমপুরা ইসলামিয়া মাদ্রাসার আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কামাল.মোহাম্মদ হাশেম সওদাগর, আনোয়ার সওদাগর, হাফেজ আলমগীর, ফারুক, আলমগীর মিয়া, সোলেমান,সৈয়দ,হান্নান। কুসুমপুরা আলোর সিঁড়ি ক্লাবের সভাপতি আরমান, সাধারণ সম্পাদক হায়দারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এছাড়াও এম সালাউদ্দিন মারুফ আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান ও দরিদ্র ও অসহায়দের সহযোগিতা করে আসছেন। তাই এই মানবতা ও মানবতাবাদীদের জয় হোক। পৃথিবী বাচুক বিশুদ্ধ অক্সিজেন নিয়ে। মানুষ যুগ যুগ ধরে স্মরণ করুক এসব মানবতাবাদীদের । মানবতা যেন ভুলে না যায় সালাউদ্দিন মারুফদের।
বোয়ালখালী প্রতিনিধি : : বহু বছর পর বোয়ালখালীতে আবারো চালু হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস সেবা। আগামী ২ মার্চ থেকে বহদ্দারহাট ...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : "নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান” এই প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় জাতীয় পরিসংখ্যান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়া, মিরসরাই ও বারইয়াহাট পৌরসভার নির্বাচন রোববার (২৮ ফেব্রুয়ারি)। তিন পৌরসভায় পুলিশ, র্য...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : পটিয়ায় বেপরোয়া পিকনিকের বাসের ধাক্কায় চন্দনাইশের আইনজীবী মফিজুল আলম (৩১) নামের এক বাইক আরোহীর ম...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : আগামী ২৮ শে ফেব্রুয়ারি,২০২১ রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদের নির্বাচনকে কেন্দ্র করে যে ক...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে মনিরুল হক (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited