শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:২৬ পিএম, ২০২১-০১-০৩
ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯-এর টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় মেক্সিকোর তরুণ বয়সী এক চিকিৎসককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ। তবে, ওই চিকিৎসকের নাম করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ফাইজারের টিকা নেওয়ার পর ৩২ বছর বয়সী এক নারী চিকিৎসকের খিঁচুনি, শ্বাসকষ্ট ও ত্বকে লালচে দাগ দেখা দেয়। ওই চিকিৎসককে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশের একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
মেক্সিকোর ওই চিকিৎসকের শারীরিক অবস্থার বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক পরীক্ষায় যা বোঝা যাচ্ছে তিনি (চিকিৎসক) এনসেফ্যালোমায়েলিটিসে আক্রান্ত হয়েছেন।’ এনসেফ্যালোমায়েলিটিস হলে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে জ্বলুনি হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, আক্রান্ত ওই চিকিৎসকের আগে থেকেই অ্যালার্জির সমস্যা রয়েছে। টিকা প্রয়োগের পর মস্তিষ্কে জ্বলুনির কোনো প্রমাণ এর আগে ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া যায়নি বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
এদিকে ফাইজার-বায়োএনটেকের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মেক্সিকোতে করোনায় এখন পর্যন্ত এক লাখ ২৬ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। দেশটিতে গত ২৪ ডিসেম্বর প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীদের করোনার টিকাদান শুরু হয়।
আন্তর্জাতিক ডেস্ক : : (১০ জানুয়ারি) দেশটির হেমালায় স্থানীয় একটি হল রুমে সংগঠনের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে ও সংগঠনের ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নাইজারের সীমান্তবর্তী এলাকার দুই গ্রামে জঙ্গিদের হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি হৃদরোগে আক্রান্...বিস্তারিত
চবি প্রতিনিধি : : প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার এবং বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : তাহের আহমেদ মজুমদার,অসম( ভারত) : অবশেষে মৃত্যুর কাছে হার মেনে মৃত্যুরকোলে ডলে পড়লেন। ভারতে উত্...বিস্তারিত
মো.স্বপন মজুমদার, বাহরাইন : : বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited