শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৩ পিএম, ২০২০-১২-১০
নগরীর বন্দর এলাকার যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার বিচার হবে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ মামলার চার্জশিটভূক্ত আসামিরা হলেন, বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল, তার ভাই মুরাদ, মেয়ের জামাই ও ছেলে আলী আকবর ইকবালসহ ২০ জন।
এরমধ্যে হাজী ইকবালের ছেলে পতেঙ্গা আউটার রিং রোডে বেপরোয়া বাইক স্ট্যান্ড করতে গেলে তার প্রতিবাদকারী এক বিচারককে পিটিয়ে সহযোগীসহ জেলে গেছেন আজ বৃহস্পতিবার। হাজী ইকবালসহ চার্জশিটভুক্ত অন্যান্য আসামিরা নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে জামিনে আছেন। পুরো চটগ্রামজুড়ে যখন হাজী ইকবাল ও তার ছেলেদের নানা অপরাধের আমলনামা সামনে আসছেরসধমবঠিক সেই সময়েই তাদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে গেল।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলার বাদী নুর সেহের বেগমের করা আবেদনের প্রেক্ষিতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে গেজেট প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৮ সালের ২৬ মার্চ দুপুরে বন্দর থানার মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলাকালে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় হাজী ইকবালের ছেলে আলী আকবর, ভাই মুরাদসহ তার পরিবারের কয়েকজন সদস্য সেখানে ছিলেন। মূলত হাজী ইকবালের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল গিয়ে মহিউদ্দিনকে খুন করে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে পালিয়ে যায়। হত্যাকা-ের পরদিন নিহত মহিউদ্দিনের মা নুর সেহের বেগম বাদী হয়ে হাজী ইকবালসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
গুরুত্বপূর্ণ এ মামলায় ২০১৮ সালের ২২ জুলাই পতেঙ্গার বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল, তার ছেলে আলী আকবর ইকবাল, মেয়ে জামাই এবং ভাইসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বর্তমানে হাজী ইকবালসহ চার্জশিটভুক্ত নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
মামলাটি স্থানান্তরের ফলে মামলার পরবর্তী কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আয়ুব খান।
এদিকে গত বুধবার (৯ ডিসেম্বর) নগরীর পতেঙ্গা এলাকায় উল্টো পথে গাড়ি চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের ৫ম যুগ্ম জেলা ও দায়রা জজ জহির হোসেনের ওপর হামলা করে হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবাল ও তার এক সহযোগী। এ ঘটনায় পতেঙ্গা থানা পুলিশ ঘটনার পরপর আলী আকবর ইকবাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) চট্টগ্র্মা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, হাজী ইকবাল একসময় বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকা-ের জন্য ১০ বছর আগে তাকে বহিষ্কার করা হয়। তবে তিনি নগরীতে আওয়ামী লীগ নেতা হিসেবেই অধিক পরিচিত। তার ছেলে আলী আকবর ইকবাল পরিচিত যুবলীগ নেতা হিসেবে।
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের জানাজা অনুষ্ঠ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিটি নির্বাচনের আগে নগরের ৫ থানার ওসি রদবদলের বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিএনপির মেয়র প্রার্থী ড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের ৭ দিন আগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালিকার বিজ্ঞাপনে নাম না দেখে সংক্ষুব্ধ হয়েছেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর ঘাট কর্ণফুলী নদীর চর ঘেঁষে প্রতিদিন কাটা হচ্ছে ছোট-বড় জাহাজ ও ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়া পাড়া, খাজা রোড এলাকায় গণসংযোগ করেছেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited