শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৬ পিএম, ২০২০-১২-০৭
ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে চলন্ত ট্রেনে ছুরিকাঘাত করে লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তৌকিরুল ইসলাম হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত তৌকিরের মা আয়েশা বেগম কান্নায় ভেঙে পড়েন।
এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব রেলওয়ে থানার এসআই মো. সুরুজ্জামান সরকারের মনগড়া মিথ্যা তথ্য দিয়ে চূড়ান্ত রিপোর্ট প্রদানের প্রতিবাদ এবং পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের বিচারের দাবিও জানানো হয়।
লিখিত বক্তব্যে আয়েশা বেগম বলেন, ২০১৪ সালের ৩১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের শোকসভায় অংশগ্রহণ শেষে ফেরার পথে টঙ্গী এলাকায় চলন্ত ট্রেনে ছুরিকাঘাত করে হত্যা করা হয় ওই তৌকিরকে। পূর্বপরিকল্পিতভাবে আসামি আমিন গং তৌকিরকে হত্যার জন্য ট্রেনে ঝগড়া করে এবং ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করেছে।
তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের নাম-ঠিকানাসহ গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্ত করতে ভৈরব রেলওয়ে থানাকে নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সঙ্গে যোগসাজশ করে পক্ষপাতদুষ্ট হয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তাদের পক্ষ নিয়ে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন।
সংবাদ সম্মেলনে তৌকিরের মা দাবি করেন, তদন্তকারী কর্মকর্তা মামলার সাক্ষীদের নিয়ে যেসব তথ্য চূড়ান্ত রিপোর্টে উল্লেখ করেছেন সে বিষয়ে বিভিন্ন অসঙ্গতি রয়েছে। এমনকি আসামি গ্রেফতারের জন্য খরচের কথা বলে দফায় দফায় টাকাও নিয়েছেন তদন্ত কর্মকর্তা।
কিন্তু তৌকির হত্যা ছাড়া আসামিরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িত থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।
সংবাদ সম্মেলনে নিহত তৌকিরের মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তৌকিরের ভাবী মোছাম্মৎ খাইরুন্নেছা। উপস্থিত ছিলেন তৌকিরের বড় ভাই মোহাম্মদ আলমগীর।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর ঘাট কর্ণফুলী নদীর চর ঘেঁষে প্রতিদিন কাটা হচ্ছে ছোট-বড় জাহাজ ও ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়া পাড়া, খাজা রোড এলাকায় গণসংযোগ করেছেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেয়র ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৯৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪ জন। এ নি...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও তারই বিশ্বস্ত সহযোদ্ধা বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদার এর ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে নির্বাচনি সহিংসতায় একজন নিহতের ঘটনায় দায়ের হও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited