শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৭:০৭ পিএম, ২০২০-১২-০৬
কোতোয়ালী থানাধীন টেরিবাজার আফিমের গলিতে সোনার দোকানের কর্মচারী মাধব দেবনাথকে একাই খুন করেছে পরকীয়া প্রেমিকা বিথী। ব্ল্যাকমেইলিংয়ে অতীষ্ঠ হয়ে কৌশলে ডেকে নিয়ে তাকে খুন করা হয়েছে।
রোববার দুপুরে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পরকীয়া সম্পর্কের কারণে মাধব বিভিন্ন সময় পিন্টুর স্ত্রী বিথীকে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করতো। এতে অতিষ্ট হয়ে বিথী একাই এ হত্যাকা- ঘটান।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান ওসি মহসীন।
এর আগে গতকাল শুক্রবার রাতে নগরের টেরিবাজারের আফিমের গলির চারতলা ভবনের নিচতলার একটি বাসার খাটের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাধবের লাশ উদ্ধার করে পুলিশ।
এসময় মাধবের মামাতো ভাই পিন্টু দেবনাথ, তার স্ত্রী বিথী ও মা-বাবা, দুই ভাইকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
লাশ উদ্ধারের সময় মাধবের গলায় আঘাতের চিহ্ন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খুনের শিকার মাধবের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানা এলাকায়।
এদিকে শনিবার বিকালে ঘটনাস্থলে গেলে তিনতলার বাসিন্দা নয়ন দত্ত জানান, নিহত মাধব একসময় তার মামাতো ভাই পিন্টুর হাজারিগলির সোনার দোকানের কর্মচারী ছিলেন। কয়েকমাস আগে মাধব অন্য একটি সোনার দোকানে কারিগর হিসেবে কাজ নেন। মাধব থাকতেন লালদিঘির পাড় এলাকায়। তবে দুই বেলা ভাত খেতে আসতেন পিন্টুর বাসা থেকে।
তিনদিন ধরে ছোট ভাই মাধবের হদিস না পাওয়ায় গতকাল দুপুরে গ্রামের বাড়ি কুমিল্লা থেকে চট্টগ্রাম ছুটে আসেন উত্তম দেবনাথ। এসে তিনি পিন্টুর বাসায় উঠেন। পিন্টু ও তার পরিবারের সদস্যদের সাথে দুপুরের খাবারও খান উত্তম। এসময় বাসার একটি কক্ষ থেকে উৎকট দুগন্ধ বের হলে সেটা কিসের দুগন্ধ তা পিন্টুর কাছে জানতে চান উত্তম দেবনাথ। জবাবে পিন্টু বলেন, ‘ইদুর পচা থেকে দুগন্ধ বের হচ্ছে।’ উত্তম কি তখনও জানতেন সেটা ইদুর নয়, আদরের ছোট ভাইকে হত্যা করে খুনিরা লাশ রেখে দিয়েছে খাটের নিচে।
প্রতিবেশীরা জানান, গত শুক্রবার মধ্যরাতে পিন্টুর বাসার খাটের নিচ থেকে মাধবের লাশ উদ্ধারের সময় আহাজারি করেন বড়ভাই উত্তম। এসময় পিন্টুর উদ্দেশ্যে উত্তম দেবনাথ বলেন, ‘আমার ভাইকে কেন খুন করলি। খুন করে আবার আমার সাথে ভাইকে খোঁজার নামে নাটক কেন করলি?
উত্তম দেবনাথ পুলিশকে জানান, মাধবকে খুনের পর তার মোবাইল ফোন হত্যাকারীরা নিয়ে নেয়। তারাই আবার মাধবের মোবাইল ফোন থেকে মাধব সেজে তার বড়ভাই পিন্টুর মোবাইলে এসএমএস দিয়ে বলে, ‘আমি এখন আন্দরকিল্লা এলাকায় আছি। আমি এখনও হাজারিগলিতে আছি।
ভবনটির এক ভাড়াটিয়ার দাবি, মাধবকে খুন করে তার লাশ গুম করার চেষ্টা করা হয়। পিন্টুকে আগে কখনো ‘মদাইয়্যা’ সুপারি বিক্রি করতে দেখেনি কেউ। লাশ উদ্ধারের আগের দিন বাসায় দুই বস্তা সুপারি আনেন তিনি। সুপারির সাথে বস্তাবন্দি করে মাধবের লাশ গুম করার চেষ্টা হয়েছিল বলে ধারণা সংশ্লিষ্টদের।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর ঘাট কর্ণফুলী নদীর চর ঘেঁষে প্রতিদিন কাটা হচ্ছে ছোট-বড় জাহাজ ও ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়া পাড়া, খাজা রোড এলাকায় গণসংযোগ করেছেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেয়র ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৯৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪ জন। এ নি...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও তারই বিশ্বস্ত সহযোদ্ধা বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদার এর ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে নির্বাচনি সহিংসতায় একজন নিহতের ঘটনায় দায়ের হও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited