শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৯ পিএম, ২০২০-১১-৩০
বৈশ্বিক মহামারী করোনার কারণে সীমিত পরিসরে আয়কর দিবস উদযাপন করেছে আয়কর বিভাগ। সোমবার (৩০ নভেম্বর) নগরের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার কর অঞ্চল-৪ এর কমিশনার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’। আয়কর দিবসে বিপুল সংখ্যক করদাতা রিটার্ন দাখিল করতে আসেন চট্টগ্রামের কর অঞ্চলগুলোতে। যদিও রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর অঞ্চল-৩ এর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ, কর অঞ্চল-২ এর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ, কর অঞ্চল-৪ এর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও কর আপিল কমিশনার মো. হেলাল উদ্দিন সিকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান, মো. মাহমুদুর রহমান, শামিনা ইসলাম, হেমল দেওয়ান, মনোয়ার আহমেদ, যুগ্ম কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা, মো. সাইফুল আলম, মো. মাসুদ রানা, ফরিদ আহমেদ, ড. মো. কাওসার আলী, প্রতাপ চন্দ্র পাল, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর কমিশনার আবু দাউদ বলেন, এবার আসলে ভিন্ন প্রেক্ষাপটে আয়কর দিবস হচ্ছে। সারা দেশ আসলে চাপা বেদনায় ভাসছে। আমরা মনে করেছিলাম এ শোকার্ত সময়ে যে রকম সাড়া আমরা সবসময় পাই সেভাবে পাব না। কিন্তু তারপরও আমাদের আশার বাইরে আমরা সাড়া পেয়েছি। এ জন্য আমরা করদাতাদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা যে এসেছেন এটা গত ১০ বছর ধরে বিভিন্ন কর মেলা, অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া আমাদের সেবার ফসল। তারা আস্থা খুঁজে পাচ্ছেন আমাদের মাঝে।
করোনার কারণে এবার মেলা হচ্ছে না, আমাদের সেবা বুথের জন্য নির্দিষ্ট টার্গেট নেই। আমাদের নিজস্ব টার্গেট নিজেদের মতো আছে এবং সেটাতে আমরা পৌঁছাতে পারবো বলে আশা করি। করদাতাদের আশাতীত সাড়া পেয়েছি।
আয়কর দিবসে রিটার্ন জমা দিতে আসা করদাতার ভিড়এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার কর অঞ্চল-৩ এ রিটার্ন ২৫ হাজার অতিক্রম করেছে। চার অঞ্চলে মিলে লক্ষাধিক রিটার্ন দাখিল হয়েছে।
কর কমিশনার আবুল কালাম কায়কোবাদ বলেন, কর মেলা আয়োজনের মূল লক্ষ্য করদাতাদের সেবা দেওয়া, রিটার্ন দাখিলে সহায়তার মাধ্যমে সংখ্যা বাড়ানো। মেলার সঙ্গে কর আদায়ের লক্ষ্যমাত্রার সম্পর্ক নেই। করোনার কারণে এবার করদাতাদের সব সেবা দিতে পারলেও ব্যাংকের বুথ স্থাপন করা যায়নি। রিটার্নের সংখ্যা চার কর অঞ্চল মিলে গত বছর ৩০ নভেম্বর যা ছিল তা এবার দুই দিন আগেই ছাড়িয়ে গেছে। রিটার্ন দাখিলের প্রবৃদ্ধি অব্যাহত আছে। যা ১০-১৫ শতাংশ।
কর অঞ্চল-২ এ গত বছর ৩০ নভেম্বর পর্যন্ত কর অঞ্চল-২ এ ৩২ হাজার ২০০ রিটার্ন দাখিল হয়েছিল। গতকাল এটা পেরিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর ঘাট কর্ণফুলী নদীর চর ঘেঁষে প্রতিদিন কাটা হচ্ছে ছোট-বড় জাহাজ ও ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়া পাড়া, খাজা রোড এলাকায় গণসংযোগ করেছেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেয়র ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৯৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪ জন। এ নি...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও তারই বিশ্বস্ত সহযোদ্ধা বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদার এর ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে নির্বাচনি সহিংসতায় একজন নিহতের ঘটনায় দায়ের হও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited