শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৩ পিএম, ২০২০-১১-২৮
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে আটক হলো আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য। যারা ৩০ আগস্ট ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এলাকায় সংগঠিত ডাকাতির সাথে সম্পৃক্ত এবং এর আগে ডাকাতির ঘটনায় একাধিকবার কারাভোগও করেছেন। তাদেরকে আটকের ক্ষেত্রে পুলিশের এই বিশেষায়িত ইউনিটের সমৃদ্ধ ডাটাবেইজ সহায়তা করেছে বলে জানান পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হাসান।
আটককৃত চার ডাকাত হলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার মৃত আব্দুস সালামের ছেলে নুরুল ইসলাম, ভুজপুর থানার বাগান বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সেলিম, নোয়াখালীর সুধারাম উপজেলার মৃত মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোশারফ এবং একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পিবিআই জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসপি নাজমুল হাসান বলেন, ৩০ আগস্ট ১৫ থেকে ২০ জনের মুখোশধারী একদল ডাকাত ফটিকছড়ির দৌলতপুর গ্রামের মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করে। ডাকাতদল নগদ ৫ লাখ ৪০ হাজার টাকা, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার এবং ৮টি মোবাইল লুট করে। এই ঘটনার পর থানায় মামলা দায়ের হলে পিবিআই প্রধান ও বাংলাদেশ পুলিশের ডিআইজি বনজ কুমার মজুমদার স্যারের নির্দেশে আমরা মামলার তদন্তভার গ্রহণ করি।
তিনি আরো জানান, মামলার তদন্তভার গ্রহণ করার পর আমরা আমাদের ডাটাবেজ অনুযায়ী খুব দ্রুত ডাকাত দলকে শনাক্ত করতে সক্ষম হই। তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ফেনী, নোয়াখালী এবং খাগড়াছড়িতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করি। কিন্তু তারা পেশাদার ডাকাত হওয়ায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেছিল অন্যত্র। অবশেষে ২৭ নভেম্বর ৪ জনকে আমরা গ্রেপ্তারে সক্ষম হই।
এসপি নাজমুল আরো জানান, আটককৃত নুরুল ইসলামের প্রধান দায়িত্ব থাকে যে বাড়িতে ডাকাতি করা হবে সেই বাড়ির সম্পদ-সামর্থ্য পরিমাপ করা এবং সমস্যা-সম্ভাবনা জরিপ করা। জরিপ শেষে পলাতক আরেক দুর্র্ধষ ডাকাতের সহযোগিতায় পরিকল্পনা করত তারা। পলাতকদের একজনের দায়িত্ব ছিল ডাকাতির জনবল সংগ্রহ করা।
আনোয়ারা, প্রতিনিধি :: : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, নৌকা প্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশ নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : 'সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম' আহ্বায়ক, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়া...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited