শিরোনাম
এম,নুরুদ্দোজা,চকরিয়া: | ০১:০২ পিএম, ২০২০-০৮-২০
উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে কক্সবাজারেের চকরিয়া পৌরশহর। সেইসঙ্গে বদলে যাচ্ছে পৌরবাসীর জীবনমান। পৌরসভার এমজিএসপি পকল্পের কাজের ঠিকাদার মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এর রাস্তার কাজ দ্রুত বাস্তবায়নে মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে পৌরশহরের উন্নয়নের কার্যক্রম চলমান রাখতে এবার যুক্ত হলো ১ কোটি ২০ লাখ টাকার মিক্সার অটো মিনি প্লান। এই মিক্সার মিশিন দ্বারা কম সময়ের মধ্যে সহজেই রাস্তার কাজ করা যাবে।
চকরিয়া পৌরপিতা আলমগীর চৌধুরী’র নিরলস প্রচেষ্টায় পৌরশহরের অলি-গলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। হাট-বাজারের কর, দোকান ঘর ভাড়া, গবাদি পশুর হাট ইজারা, অফিস আদালতের পৌরকর, পাবলিক হোল্ডিং কর দিয়ে পরিচালিত হয়ে আসছে এই পৌরসভা। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে চকরিয়া পৌরশহরে। যার কারণে এই পৌরশহরের চিত্র দিন দিন বদলে যাচ্ছে।
এদিকে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে উন্নত সড়ক যোগাযোগ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, অলিতে-গলিতে সড়ক বাতিসহ বিভিন্ন বিষয়ের উন্নয়ন করা হচ্ছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে একাধিক স্টিলের ডাস্টবিন। প্রতিদিন পৌরসভা থেকে ময়লা ফেলার গাড়ি নিয়মিত ডাস্টবিনগুলো পরিষ্কার করছে।
এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবির) অর্থায়নে বেশ কয়েকটি প্রকল্প ছাড়াও ছোট বড় অসংখ্য প্রকল্পের কাজ চলমান থাকায় চকরিয়া পৌরবাসী খুবই আনন্দিত।
এ ছাড়াও পৌরসভার নিজস্ব আয় থেকে এবং ব্যক্তিগত তহবিল থেকে পৌর এলাকায় হতদরিদ্রদের শীতবস্ত্র, সেলাই মেশিন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই, খাতা, কলম, ফরম ফিলাপসহ আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন মেয়র আলমগীর চৌধুরী।
পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে চকরিয়া পৌরশহর। সেইসঙ্গে বদলে যাচ্ছে পৌরবাসীর জীবনমান। পৌরসভার এমজিএসপি পকল্পের কাজের ঠিকাদার মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এর রাস্তার কাজ দ্রুত বাস্তবায়নে চকরিয়া পৌরশহরের উন্নয়নের কার্যক্রম চলমান রাখতে নতুন করে ১ কোটি ২০ লাখ টাকার মিক্সার অটো মিনি প্লান মিশিন ক্রয় করা হয়েছে। এই মিক্সার মিশিন দ্বারা কম সময়ের মধ্যে সহজেই রাস্তার কাজ করা যাবে।
তিনি বলেন, উন্নয়ন কর্মকা- দিয়ে বদলে দিতে চাই চকরিয়া পৌরসভার চিত্র। এক সময় চকরিয়া পৌর এলাকার বেশিরভাগ রাস্তাঘাট ছিল ভাঙাচোরা। সুপেয় পানির অভাব ছিল স্বাভাবিক চিত্র। রাতে বাতি জ¦লত না, অন্ধকারে রাতে পথ চলতে হতো। মাত্র চার বছরের মধ্যে এসব সমস্যার সমাধান করা হয়েছে। আগামীতে এ খাতে আরও ব্যয় বৃদ্ধি করা হবে।
মেয়র আরো বলেন, রাস্তার উন্নয়নের বাকি কাজগুলো আগামি জানুয়ারি মাসের মধ্যে শেষ করা হবে। রাস্তারর কাজ শেষ হলে পৌরবাসীর প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে বলে মনে করি। রাস্তার কাজ ছাড়াও পানির সমস্যা সমাধান এবং রাতে রাস্তায় আলোর ব্যবস্থা করা হয়েছে। শহরের পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনের কাজ চলমান রয়েছে।
মেয়র আরও বলেন, শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। শিশুদের জন্য অত্যাধুনিক একটি শিশুপার্ক করার চিন্তা করা হচ্ছে। ইতোমধ্যে পৌরসভাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মেয়র বলেন, শুরু থেকে যদি পৌরবাসীর ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার হতো, তাহলে চকরিয়া পৌরসভার চিত্র বদলে যেত। আমার কাজের ধারাবাহিকতা বজায় থাকলে ইনশাআল্লাহ আমার মেয়াদের মধ্যে আমূল পরিবর্তন হবে চকরিয়া পৌরশহরের।
নিজস্ব প্রতিবেদক : ৫৮ বছর বয়সী ফটিকছড়ির দিনমজুর মো. নুর নবী। জমি-ভিটে কিছু না থাকায় স্ত্রী আনোয়ারা বেগম আর সন্তানদের ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীদের সামনে অশালীন আচরণ করায় সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধক...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজার জেলার নবম থানা হিসাবে ‘ঈদগাঁও থানা’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : আসন্ন পৌরসভা নির্বাচনে এল ডি পির মনোনীত মেয়র প্রার্থী এম আইনুল কবিরের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি ইট ভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম...বিস্তারিত
লোহাগাড়া প্রতিনিধি : : লোহাগাড়া প্রতিনিধি :: সাতকানিয়া-লোহাগাড়ার তালিকাভুক্ত দুঃস্থ-দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited