শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৪:২৩ পিএম, ২০২০-১১-২২
বয়স ৮০ বছর পার হলেও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়নের হতদরিদ্র নুর আহমদের ভাগ্যে আজও জোটেনি বয়স্ক ভাতার কার্ড। এমনকি কেউ তাকে দেয়নি ভিজিডি কার্ডও। যার ফলে মানবেতর জীবনযাপন করছেন তিনি। জানা গেছে, উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফারাঙ্গা মনদুলাচর এলাকার বাসিন্দা নুর আহমদ । তার ভোটার আইডি কার্ড অনুযায়ী তার বয়স ৮০ বছর। বর্তমানে বয়সের ভারে নুয়ে পড়েছেন।তার বাড়ী পাহাড়ের উপরে। সংসারে ৭ ছেলে ২ মেয়ে। ১ মেয়ের বিয়ে দিছে। আরেকজনের এখনো বিয়ে হয়নি। তার স্ত্রী বিগত ৬ বছর পুর্বে মারা গেছে। সন্তানেরা তাদের সংসার নিয়ে ব্যস্ত। ৭ ছেলে সন্তানের মধ্যে ৩জন বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তার চলাফেরা করতে খুব কষ্ট হয়। শ্বাসকষ্ট ও ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে ভুগছেন বৃদ্ধ নুর আহমদ। সামান্য বসতঘর থাকার জায়গা ছাড়া আর কোন সহায় সম্বল নেই । বৃদ্ধ নুর আহমদ কোনো কাজ করতে না পারায় অতি কষ্ঠে দিন যাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধির কাছে কাকুতিমিনতি করেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড। ফলে অভাবের সঙ্গে পাল্টা দিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। বৃদ্ধ নুর আহমদ দুঃখ করে বলেন, এলাকায় তার ১০/১৫ বছরের ছোটরা বয়স্কভাতা পায়। কিন্তু তিনি বয়স্ক ভাতা পান না। অতি কষ্টে দিনাতিপাত করছি। জটিল রোগসহ বিভিন্ন সমস্যা নিয়ে দিন কাটাচ্ছি। শেষ বয়সে যদি বয়স্ক ভাতার কার্ড পেলে কিছু হলেও দুঃখ টা কেটে যাবে বলেও তিনি জানান। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ জানে আলম প্রকাশ জানু মেম্বার জানান, বৃদ্ধ নুর আহমদ খুব বেশী অসহায়। তিনি শ্বাসকষ্ট ও ডায়াবেটিক রোগসহ বিভিন্ন ধরণের জটিল রোগে ভুগছেন। বিষয়টি তিনি চুনতি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসারকে অবহিত করে দ্রুত বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করা হবে। চুনতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী বলেন, নুর আহমদ বিষয়ে জানতাম না। শীঘ্রই তার নাম বয়স্ক ভাতার আওতায় আনা হবে। লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন জানান,৮০ বছরের বৃদ্ধ নুর আহমদ বয়স্ক ভাতার আওতায় পড়েননি আমার জানা ছিল না। কিন্তু বয়স্ক ভাতা পেতে আবেদন করলে আগামী অর্থ বছরে তার নাম তালিকায় অর্ন্তভুক্ত করা হবে।
আনোয়ারা, প্রতিনিধি :: : কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি ইট ভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম...বিস্তারিত
লোহাগাড়া প্রতিনিধি : : লোহাগাড়া প্রতিনিধি :: সাতকানিয়া-লোহাগাড়ার তালিকাভুক্ত দুঃস্থ-দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়া পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি । চতুর্থধাপের এই নির্বাচনের তারিখ ঘোষনার পর সম্ভাব্য ...বিস্তারিত
লোহাগাড়া প্রতিনিধি : : লোহাগাড়ার বড়হাতিয়ায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছে বলে সংবাদ পাওয়া গ...বিস্তারিত
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : : আসন্ন ১৪ই ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited