শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৭ পিএম, ২০২০-১১-১৯
নগরীর সাগরিকা এলাকার লেগুনাচালক নাজমুল হক হত্যা মামলার আসামি ইমনকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, লেগুনাচালক নাজমুল হত্যা মামলার পলাতক আসামি ইমনকে সেন্টমার্টিন থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, চারজন মিলে নাজমুল হককে হত্যা করেছিল। মামলার প্রধান আসামি রাজু এবং দ্বিতীয় আসামি ইমনকে আমরা আটক করে থানায় সোপর্দ করছি। বাইশ্যা এবং অপর রাজুকে পুলিশ আটক করে আদালতে সোর্পদ করেছে।
প্রসঙ্গত, ৯ নভেম্বর রাতে রাজু, ইমন, বাইশ্যা ও রাজু মিলে সাগরিকা থেকে মদুনাঘাট আসার জন্য নাজমুলের লেগুনা ভাড়া করেছিল। নাজমুল মদুনাঘাট এসে স্বজনদের জানিয়েছিল তিনি মদুনাঘাট এলাকায় ভাড়া নিয়ে পৌঁছেছেন। এরপর বাসায় না ফেরায় স্বজনরা তার মুঠোফোনে ফোন করে তা বন্ধ পান। পরদিন তারা থানায় অভিযোগ করেন।
ওই অভিযোগের ভিত্তিতে পুলিশের পাশাপাশি নাজমুলের সন্ধানে নামে র্যাবও। সন্দেহভাজন রাজু র্যাবের হাতে আটক হলে জিজ্ঞাসাবাদে রাজু নাজমুল হত্যাকা-ের কথা স্বীকার করেন র্যাবের কাছে। তার দেওয়া তথ্যে ১০ নভেম্বর দুপুর ২টায় হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের চন্দ্রাবিল থেকে নাজমুলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত লেগুনাচালক নাজমুল হক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মো. মঞ্জুরের ছেলে। সে সাগরিকা এলাকায় থাকতেন।অন্যদিকে হত্যায় অভিযুক্ত আসামি ইমন পেশায় রঙ মিস্ত্রি, তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কারাগার থেকে লাপাত্তা খুনের মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলের খোজঁ তিন দিনেও মিলেনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর আনসার, দক্ষিণ জোনে চট্টগ্রাম বন্দর, শাহ আমনত বিমান বন্দর, কর্ণফুলি সার কারখানাসহ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের আন্দরকিল্লায় প্যারাগন সিটি ভবনে মম্মি বড়ুয়া (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৭ ম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ থানার আরেফিন নগরে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে মো. ইমন রনি (২৫) নামে এক ছাত্রলীগ নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ হাজতিকে খুঁজতে কারা অভ্যন্তরে ফায়ার সার্ভিসের তিনটি দল তল্লাশি চালাচ্ছে। আজ (৮ মার্চ) দু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited