শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২১ পিএম, ২০২০-১১-১৯
১ হাজার ২৫০ বর্গফুট দেয়ালের দুইপাশে লেখা বাঙালির মুক্তির সনদ ৬ দফা। মাঝখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৬ দফা দাবিতে আন্দোলনরত আপামর বাঙালির ঐতিহাসিক ৬টি ছবি।
দেয়ালের সামনেই তৈরি করা হয়েছে বিশাল মুক্তমঞ্চ। মাটি থেকে প্রায় সাড়ে ৫ ফুট উপরে তৈরি করা এই মুক্তমঞ্চের পূর্বপাশের দেয়ালে টেরাকোটার ম্যুরালের মাধ্যমে তুলে ধরা হয়েছে বৃটিশবিরোধী আন্দোলন থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস।
এখানেই শেষ নয়। বঙ্গবন্ধুর স্মৃতিধন্য নগরের লালদিঘি মাঠকে নতুনরূপে সাজাতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ, মাঠকে সুরক্ষিত করতে নিরাপত্তা বেষ্টনী দেওয়াসহ নানান উদ্যোগ।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আগ্রহে শিক্ষা প্রকৌশল অধিদফতর ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লালদিঘি মাঠকে নতুনরূপে সাজাতে ২ কোটি ২৫ লাখ টাকার এই প্রকল্প হাতে নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন চৌধুরী জানান, লালদিঘি মাঠে বঙ্গবন্ধু ৬ দফার সমর্থনে জনসভা করেছিলেন। সবার কাছে জাতির জনকের স্মৃতিধন্য এই মাঠকে আকর্ষণীয়রূপে তুলে ধরতে শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের আগ্রহে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রকল্পের কাজ শেষ হলে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লালদিঘি মাঠ যেমন নতুনরূপ পাবে তেমনি তরুণ প্রজন্ম বৃটিশবিরোধী আন্দোলন থেকে ৬ দফার আন্দোলন, মুক্তিযুদ্ধের সংগ্রামের ইতিহাস জানতে পারবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ‘গাড়ির স্ট্যান্ড’ হিসেবে ব্যবহৃত হওয়া লালদিঘি মাঠকে নতুনরূপে সাজাতে চলতি বছর শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে প্রকল্পের কাজ শুরু করা হয়।
প্রকল্পের অধীনে লালদিঘি মাঠের দক্ষিণ পাশে ৬ দফা দাবিসহ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছবি দিয়ে দেয়াল, দেয়ালের পাশে ৫০ ফুট দৈর্ঘ্য এবং ২৫ ফুট প্রস্থের মুক্তমঞ্চ, ৩৪৮ মিটার দৈর্ঘ্যের ওয়াকওয়ে, ১৮টি টেরাকোটার ম্যুরালের মাধমে বৃটিশবিরোধী আন্দোলন থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরার কাজ শুরু হয়।
এছাড়া মাঠকে সুরক্ষিত করতে খোলা দুইপাশে লোহার নিরাপত্তা বেষ্টনী, দুটি ২০ ফুটের সাধারণ ফটক, ১টি ১৬ ফুটের ভিআইপি ফটক, বসার জন্য ৩৯টি ১০ ফুটের বেঞ্চ, শিশুদের জন্য ১টি মিনি পার্ক এবং মাঠকে দৃষ্টিনন্দন করতে বাদাম ও দেবদারু গাছ রোপণের পাশাপাশি সোলার প্যানেল দিয়ে লাইটিং করার কাজ চলছে।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী দিলদার হোসেন জানান, অযত্ন-অবহেলায় পড়ে থাকা লালদিঘি মাঠকে নতুনরূপে সাজাতে শিক্ষা প্রকৌশল অধিদফতর মাঠে উন্নয়ন কর্মযজ্ঞ পরিচালনা করছে। চলতি মাসেই এর কাজ পুরোপুরি শেষ হবে। এরপর উদ্বোধন করা হবে।
নিজস্ব প্রতিবেদক : পঞ্চম দফায় দ্বিতীয় দিনে আরও ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন। এর আগে প্রথম দিনে বুধবার ২...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন বান্...বিস্তারিত
সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হক হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্ম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রেখে উধাও হয়ে গেছেন পদ্মা ওয়্যারস লিমিটেডে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩৫ হাজার ১৯৩ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপে দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited