শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৭ পিএম, ২০২০-১১-০৫
রাতঠিক ১২.০১। মৎস্য বিভাগের সংক্ষিপ্ত শুভেচ্ছা ও আতশবাজির মাধ্যমে ২২দিন পর বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য জেলেদের যাত্রা শুরু হয় কক্সবাজার বিআইডব্লিইটিএ ঘাট থেকে। এটি ছিল এক উৎসবময় মুহুর্ত।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান জেলেদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সরকারের নিষেধাজ্ঞা মান্য করে সহযোগিতা করায় তিনি জেলেদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে জেলা প্রশাসন ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান দিনরাত টহল রেখে জেলেদের মা ইলিশ ধরায় বিরত রাখতে সহযোগিতা করায়। তিনি বলেন, জেলার কোথাও নৌযান ট্রলার নিয়ে মাছ ধরার কোন দৃশ্য দেখা যায়নি। তাই তিনি সকল মৎস্যজীবী সংগঠন এর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ২২দিন ইলিশসহ অন্যান্য মাছ ধরা থেকে বিরত থেকে জেলেরা যে ধৈর্য ধারণ করেছে তার সুফল অচীরেই পাওয়া যাবে।
চট্টগ্রাম জেলায়ও ব্যাপক গণসচেতনতা ও অভিযানের মধ্য দিয়ে ২২ দিন অতিক্রান্ত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স. ম রেজাউল করিম ও সচিবও চট্টগ্রামের এ অভিযানে অংশগ্রহণ করেন। এ অভিযান সম্পর্কে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাবলী বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এটি একটি কার্যকর উদ্যোগ। জেলেরা বুঝতে পেরেছে যে মা মাছকে ডিম ফুটাতে সময় দিতে হবে। তিনি বলেন, এ নিষেধাজ্ঞার ফলে ডিম ফুটার পাশাপাশি ঝাটকা ইলিশও বড় হওয়ার সুযোগ পেল। তাছাড়া অন্যান্য মাছেরও উৎপাদন বৃদ্ধি পাবে।
এদিকে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের মধ্য দিয়ে চাঁদপুরের মা ইলিশ রক্ষা অভিযান শেষ হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী চাঁদপুর থেকে এ অভিযান উদ্বোধন করেন। অভিযানকালে স্থানীয় সন্ত্রাসীরা ভ্রাম্যমান টিমের উপর আক্রমন করে একজন মৎস্য কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্যকে আহত করে। পরিস্থিতি মোকাবিলায় স্থল, নৌ ও আকাশ পথে সাঁড়াশি আক্রমন করা হয় সন্ত্রাসীদের উপর। কয়েক কোটি মিটার জাল জব্দ করা হয়। সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।
চাঁদপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা জনাব আসাদুল বাকী বলেন, চাঁদপুরের ৯০ কিলোমিটার নদী পাহারায় জেলা মৎস্য বিভাগ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বেশ তৎপর ছিল। সন্ত্রাসীদের আক্রমন সত্বেও অভিযান থামানো হয় নি।
২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে চাঁদপুরের গণমাধ্যমকর্মী দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন বলেন, এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে জেলা প্রশাসন আপ্রাণ চেষ্টা করেছে। প্রতিদিনেই তারা অভিযানে বের হয়েছে। তবে কিছু অসাধু জেলে মাছ ধরার চেষ্টা করলেও জেলা প্রশাসনের তৎপরতায় পারে নি। প্রায় আড়াইশ’ জেলেকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করে কারাগারে পাঠিয়েছে।
ঢাকা অফিস : : করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্...বিস্তারিত
ঢাকা অফিস : : একদিনের ঝটিকা সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৪ মার...বিস্তারিত
ঢাকা অফিস : : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারি করোনাও বাংলাদেশের অগ্রগতি থামাতে পারেনি। কেউ দেশের এই অ...বিস্তারিত
ঢাকা অফিস : : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব...বিস্তারিত
ঢাকা অফিস : : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2021 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited