ই-পেপার | মঙ্গলবার , ৬ জুন, ২০২৩
×

রামুতে মদসহ যুবক আটক

রামুর হাইটুপিতে পঞ্চাশ লিটার মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামু থানা পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা হাইটুপি এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। আটক সুকুমার বড়ুয়া স্থানীয় মৃত অনুব্রত বড়ুয়ার ছেলে।

এ অভিযানে নেতৃত্ব দেন রামু থানার উপ পরিদর্শক কাইসার মিলন ও এসআই আজাদ।
এসআই আজাদ জানান, প্রশাসনের কাছে তথ্য ছিল দীর্ঘদিন যাবত সুকুমার এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে মাদক সহ তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইউনুস বলেন, আমার ওয়ার্ডে কোন মাদক ব্যবসা করা যাবেনা। মাদক নির্মূলে প্রশাসনকে আমি সর্বোচ্চ সহযোগিতা করে যাব।