ই-পেপার | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪
×

কক্সবাজারে বিএসএসিসিপিপি জেলা শাখার কমিটি গঠিত

বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস, ক্রিটিকেল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) কক্সবাজার শাখার কমিটি গঠিত হয়েছে।

কক্সবাজার জেলায় কর্মরত প্রায় ৪৫ জন অ্যানস্থেসিয়া বিভাগের প্রখ্যাত চিকিৎসকদের নিয়ে প্রথম বারের মত এই
সোসাইটির কক্সবাজার জেলা শাখার যাত্রা শুরু হয়েছে। ১৬ই অক্টোবর মঙ্গলবার বিশ্ব অ্যানস্থেসিয়া দিবস উদযাপনের মাধ্যমে কক্সবাজারের অভিযাত হোটেল প্রাসাদ প্যারাডাইজে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস, ক্রিটিকেল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি)এর কমিটি গঠন করা হয়। কমিটিতে ডাঃ বিধান পাল কে সভাপতি, ডাঃ মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয় এবং এই পাঁচ
সদস্য বিশিষ্ট কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ শরীফ, ডাঃ বিধান পাল, পেকুয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও এনেস্থেশিয়া কনসালটেন্ট ডাঃ মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী, লামা উপজেলার এনেস্থেশিয়া কনসালটেন্ট নুর মোহাম্মদ, রামু উপজেলার এনেস্থেশিয়া কনসালটেন্ট ডাঃ পুলক মন্ডল সহ অন্যান্য এএনেস্থেশিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিষ্ট গণ।