ই-পেপার | শুক্রবার , ৩ মে, ২০২৪
×

রোডমার্চ বানচাল করার উদ্দেশ্যে আওয়ামীলীগের পরিকল্পিত হামলা-চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি

প্রেস ব্রিফিং

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিএনপির রোডমার্চ কর্মসূচিকে বানচাল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ মীরসরাইতে পরিকল্পিতভাবে হামলা করেছে।

এতে বিএনপি পরিবারের এক শিশুকে তারা মেরে ফেলেছে। উল্টো পুলিশকে সাথে নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপির দুইজন নেতার বাড়িতে হামলা করেছে, ভাংচুর চালিয়েছে। প্রতিটি কর্মসূচি আসলেই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। এটা তারই ধারাবাহিক হামলা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে আগামী ৫ অক্টোবর রোডমার্চ কর্মসুচীর প্রেক্ষিতে সাম্প্রতিক মিরসরাই উদ্বুদ্ধ পরিস্থিতির আলোকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শাহজাহান বলেন, হামলা চালিয়েছে-আমাদের লোকজন আত্মরক্ষার চেষ্টা করেছে। এরই মধ্যে পড়ে দোকানের কর্মচারী আহত হয়েছে। পরবর্তিতে তার মৃত্যু হয়। ওই কর্মচারী সপ্তম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করেছে। আওয়ামী লীগ দাবি করছে, সে ছাত্রলীগ করে। তাদের যে দাবি তাতে মনে হয় প্রাইমারি স্কুলের শিশুরাও ছাত্রলীগ করে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ প্রচার সম্পাদক বেলাল আহমেদ, সদস্য ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়াত হোসেন, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।