ই-পেপার | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪
×

ইস্টার্ন রিফাইনারিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

নগরের পতেঙ্গায় সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে লাগা আগুন দুপুর পৌনে একটার দিকে নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ৪ টি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।আগুনের সূত্রপাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো বলা যাচ্ছে না আগুনের সূত্রপাত কী। তদন্তের পর জানা যাবে।’ যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিপিসির পরিচালক (অপারেশন) সৈয়দ খালিদ আহম্মেদ বলেন, ইস্টার্ন রিফাইনারির জেনারেল ম্যানেজার রায়হান আহম্মেদকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।