ই-পেপার | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪
×

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

রাঙামাটি জেলার রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পা?উদযাপিত করা হয়েছে।

এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা এবং ভূমিকম্প অগ্নিকান্ড সচেতনতা বিষয়ে মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়।

পরে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান এর সঞ্চালনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মোঃ আবু হেলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,সাংবাদিক আজগর আলী খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, কারিতাস ম্যানজার সাধন কৃঞ্চ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী আবদু শাক্কুর প্রমূখ।এসময় সরকারী দপ্তরের কর্মকর্তাগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।