ই-পেপার | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪
×

ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা

সোমবার কিয়েভজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনকে আরও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে এ অস্ত্র দেওয়ার ঘোষণা দেন বাইডেন। খবর আনাদোলুর।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলেনস্কিকে ফোন করে রুশ হামলার নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তিনি আরও বলেন, রাশিয়ার এ বর্বর হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে।

অন্যদিকে জেলেনস্কি বলেছেন— এ মুহুর্তে কিয়েভকে রক্ষায় জরুরিভিত্তিতে প্রয়োজন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সহায়তার হাত বাড়ানোয় বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। জি-৭ ও জাতিসংঘেও রুশ যুদ্ধাপরাধের বিষয়টি তুলবেন বলে জানান জেলেনস্কি।

ক্রিমিয়ান সেতুতে হামলার দুদিন পর সোমবার সকালে পুতিন ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন।

এর পর রুশ যুদ্ধবিমানগুলো রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে সামরিক ও প্রশাসনিক অবকাঠামোর ওপর হামলা শুরু করে।

রাশিয়ার এ হামলায় সোমবার অন্তত ১০ জন নিহত এবং একাধিক শহরে বিদ্যুৎ ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে গেছে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

পুতিন বলেছেন, ইউক্রেন রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে থাকলে তিনি আরও ভয়াবহ হামলার হুমকি দেবেন।