ই-পেপার | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪
×

রাশিয়া ঐক্যবদ্ধ হচ্ছে, বাড়ছে জাতীয় গর্ব: পুতিন

ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে একটি দেশ হিসেবে রাশিয়া ঐক্যবদ্ধ হচ্ছে, বাড়ছে জাতীয় গর্ব।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মঙ্গলবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই মুহুর্তে রাশিয়া এক কঠিন সময় পাড়ি দিচ্ছে। বিষয়গুলো কখনও সহজ ছিল না, তবুও আজ আমরা আমাদের জাতীয় অহংকার তীব্র করার সাথে সাথে এক অভিন্ন ঐক্যের মুহুর্ত দেখতি পাচ্ছি, আমাদের দেশের শর্তহীন ভবিষ্যত নিশ্চিত করতে আমরা যে কোন মূল্যে আমাদের তরুণদের জন্যে শিক্ষা এবং উৎপাদন ও অর্থনীতির জন্যে পরিবেশ তৈরি ও আধ্যাত্মিক ভিত্তি মজবুতের চেষ্টা করছি।  

এই ক্ষেত্রে রাষ্ট্রীয় পুরস্কার গ্রহীতারাও ব্যাপক অবদান রাখছে বলে পুতিন উল্লেখ করেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।পুতিন আরো বলেন, আমরা অনেক বেশি স্বাবলম্বী হয়েছি। স্বয়ংসম্পূর্ণতা ছাড়া সার্বভৌমত্ব থাকতে পারে না। শিল্প, বিজ্ঞান এবং অবশ্যই সামরিক ক্ষেত্রেও এই স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হচ্ছে।