ই-পেপার | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪
×

ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে সীমান্ত পাহারার শপথ নিলেন বিজিবি’র ৯৯ ব্যাচ

এক হাতে হাতিয়ার অন্য হাতে পবিত্র ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে জল, স্থল, আকাশ পথে সীমান্তের অতন্দ্রী প্রহরী হিসেবে শপথ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের ৯৯তম ব্যাচের ৫৩৯ জন সৈনিক। রবিবার (৭ মে) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে দেশের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তাঁরা। আজ আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের সূচনা হলো।

এরআগে প্রধান অতিথি থেকে ৯৭তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অভিবাদন মঞ্চে ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মসিউর রহমান।