ই-পেপার | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪
×

বাফুফেতে এমন ঘটনা আর ঘটবে না: কাজী সালাউদ্দিন

আবু নাইম সোহাগকে ফিফা দুই বছর নিষিদ্ধ করার ঘটনায় টনক নড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, বাফুফেতে এমন ঘটনা আর যেন না ঘটে, সে বিষয়ে আমরা জোর দিয়েছি।

সোমবার বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা শেষে এ কথা বলেছেন তিনি। সোহাগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাফুফে তার প্রতি কোনোরকম সহমর্মিতা দেখাবে না, বোঝা গেলো সালাউদ্দিনের কথায়।

কাজী সালাউদ্দিন বলেন, ‘সোহাগ যা করেছেন, তা কারো পছন্দ হয়নি। আপনাদের পছন্দ হয়নি, আমাদেরও পছন্দ হয়নি। আমরা এটা নিশ্চিত করতে চাই। এ সভায় এটা আমাদের ছিল মূল বিবেচ্য বিষয়। যে কারণে যা ঘটেছে, সেটা কেন ঘটলো তা আমরা খতিয়ে দেখছি।’নির্বাহী কমিটির জরুরি সভা শেষে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন অবশ্য বেশি বক্তব্য রাখেননি। পুরো সভার সিদ্ধান্ত ও বাফুফের পরবর্তী করণীয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী।