ই-পেপার | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪
×

শ্রাবন্তীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। একসময় চমৎকার অভিনয়ের জন্য বার বার সংবাদের শিরোনাম হলেও এখন বিতর্ক তার নিত্যসঙ্গী। কখনো প্রেম-বিয়ে-বিচ্ছেদ, কখনো-বা সামাজিক যোগাযোগমাধ্যম।

এভাবেই নানা সমালোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। অভিনয় এখন তেমন একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। সেই সঙ্গে নয়া করে যুক্ত হলো আইনি ঝামেলা। থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

জানা যায়, ২০২০ সালের নভেম্বরে চব্বিশ পরগণা জেলার ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণাও করেছিলেন। আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যক্তির সঙ্গে এ জিম খুলেছিলেন এই নায়িকা।

সেখানে সারা বছরের সাবস্ক্রিপশন ছিল ১৮০০০ টাকা। এক দফা সাড়ে ৭ হাজার টাকা দিয়েও ভর্তি হয়েছিলেন অনেকে। জিমে যোগ দিয়ে পার্সোনাল ট্রেনারের ফি বাবদ আরও ৪ হাজার টাকা দিতে হয় তাদেরকে। তবে হঠাৎই কাউকে না জানিয়ে বন্ধ করে দেয়া হয় জিমটি। আর তাই থানায় অর্থ-আত্মসাতের অভিযোগ দায়ের করেছেন সাধারণ প্রশিক্ষণার্থীরা।