ই-পেপার | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪
×

‘গোয়েন্দা বেলুন’ নিয়ে চীনের সাথে যোগাযোগ যুক্তরাষ্ট্রের : পেন্টাগন

ওয়াশিংটন, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্র চীনের কথিত গোয়েন্দা বেলুন নিয়ে বেইজিংয়ের সাথে যোগাযোগ করেছে। মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী মেলিসা ডালটন রোববার চীনের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বেলুন নিয়ে পিআরসি’র সাথে যোগাযোগ করা হয়েছে। তবে কার সাথে যোগাযোগ হয়েছে কিংবা কি কথা হয়েছে সে সম্পর্কে ডালটন বিস্তারিত কিছু উল্লেখ করেন নি।

যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা বেলুন দেখা যাওয়ার কয়েকদিন পর মার্কিন বিমান বাহিনীর একজন যোদ্ধা ৪ ফেব্রুয়ারি পূর্ব উপকূলে এটিকে গুলি করে নামিয়ে আনে। এরপরই চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কথা বলতে চান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। কিন্তু অস্টিন চীনের দিক থেকে কোন সাড়া পান নি।

বৃহস্পতিবার চীন বলেছিল, বেলুন ভূপাতিত করার দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের কারনে তারা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কথা বলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীন ও মারাত্মক ভুলের কারনে দ’ুদেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনার কোন পরিবেশ তৈরি হয়নি।