ই-পেপার | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪
×

পেকুয়ায় করোনা সচেতনতায় টাউন হল সভা

পেকুয়ায় করোনা সচেতনতায় কমিউনিটি সম্পৃক্তকরণ টিকা বার্তা জোরদার ও করোনার ঝুঁকি নিরুপন কল্পে সরকারী বেসরকারী স্বাস্থ্য কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে একটি টাউন হল সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল শুক্রবার ৭ অক্টোবর সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বাংলাদেশ হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে , উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার, এডাকেমিক সুপার ভাইজার উলফাত জাহান চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া জিএমসির প্রধান শিক্ষক জহির উদ্দিন, এনজিও ফোরোমের সভাপতি জাহেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অজিত নাথ, পেকুয়া জিএমসির সহকারী প্রধান শিক্ষক নুরুল হোছাইন,পেকুয়া উপজেলা পূজ উদযাপন কমিটির সভাপতি সুমন, ডেন্টিস্ট ছৈয়দ এম এ মুছা, ব্যাংকার আকিক মামুন, বাংলাদেশ হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী ইন্দ্রজিৎ চক্রবর্তী, সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন, দেলোয়ার হোছাইন, বাংলাদেশ হেলথ এন্ড এডুকেশন
ডেভেলপমেন্ট সোসাইটির সহকারী পরিচালক মুহাম্মদ রফিক উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা করোনার বুস্টার ডোজের ব্যাপারে আলোচনাসহ করোনা মোকাবেলায় সকলকে সচেতন হয়ে কাজ করার আহবান জানান।