ই-পেপার | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪
×

খুলশীতে ৫ সরকারি পরিত্যক্ত বাড়ি উদ্ধার

নগরের খুলশী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দখলদারের কব্জায় থাকা পরিত্যক্ত ৫টি সরকারি বাড়ি উদ্ধার করেছে প্রশাসন।

পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড চট্টগ্রামের ১৭০তম সভায় সরকারি পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ‘খুলশীর নয়া শহর’ নামে সেই পরিত্যক্ত বাড়িগুলো উদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়ে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।এ সময় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পূষণ চক্রবর্তী এবং উপ-সহকারি প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ও সৌরজিত বড়ুয়া উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত বাড়িগুলো খুলশীর নয়া শহরের ৭১, ৭২, ৭৩/৭৪, ৭৬, ৮৯ নম্বর বাড়ি। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, পরিত্যক্ত ৫টি সরকারি বাড়ি দীর্ঘদিন ধরে বিভিন্ন দখলদারের কব্জায় ছিল। আজ অভিযান চালিয়ে সেসব বাড়িগুলো উদ্ধারে সরকারের কয়েক কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। উচ্ছেদ শেষে গণপূর্তের প্রতিনিধির কাছে বাড়িগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।