
পরিবেশ অধিদপ্তর শব্দ দূষণ রোধে চট্টগ্রামের সিটি গেইট এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে গাড়ির শব্দ দূষণ রোধে ১৯টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানাসহ ৪১টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় ও গবেষণাগার যৌথভাবে এ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচলনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস।
এছাড়া অভিযানে সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন, পরিদর্শক মো. মনির হোসেন, ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগারের নমুনা সংগ্রহকারী মো. মোজ্জামেল হক উপস্থিত ছিলেন ।