ই-পেপার | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪
×

রাউজানে বসত ঘরে ৮ ফুট লম্বা অজগর

রাউজানে জনতার হাতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর।
শনিবার (১৩ নভেম্বর) রাত ১২টায় রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মীর আফাজ দারোগার বাড়ির প্রবাসী মো. জামসেদের বসতঘর থেকে অজগরটি ধরে বস্তবন্দি করেন জনতা। স্থানীয়দের ধারণা অজগরটি খাবারের সন্ধানে বসতঘরে প্রবেশ করেছিল।

প্রত্যক্ষদর্শী সরওয়ার আজাদ কামাল ও ইয়াছিন উদ্দিন মাসুদ বলেন, অজগরটি উদ্ধারের পর তারা বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন। তাদের পাঠানো প্রতিনিধি পরিচয়ে একলোক অজগরটি নিয়ে যান।

বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম জেলার ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. ইসমাইল হোসেন বলেন, প্রতিনিধি পাঠিয়ে অজগরটি উদ্ধার করার পর বনে অবমুক্ত করা হয়েছে।