
আগামী ১১ ও ১২ নভেম্বর শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের তারাখোলা গ্রামে ‘ফিনলে টি প্রেজেন্টস আন্তর্জাতিক চট্টগ্রাম ট্রেইল হাফ ম্যারাথন’-২০২২ ইং। এতে ‘অদম্য আগামী’র সহযোগীতায় পঁাচটি দেশের ১৫ জন মেয়েসহ মোট ১৩০ জন এথলেট অংশগ্রহণ করবে।
আয়োজকরা বলেন, দৌড়কে ডেইলী লাইফ হিসেবে জনপ্রিয় করার লক্ষ্যে ২০২১ সাল থেকে ‘রান বাংলাদেশ’ কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে ‘রান বাংলাদেশ’ দেশের বিভিন্ন ইভেন্টে সহযোগিতা করে আসছে। সুস্থ থাকার জন্য দৌড়ের প্রয়োজনীয়তা যে অপরিসীম, সেটা বাংলাদেশের মানুষকে বুঝানোর জন্য বিভিন্ন আয়োজন করে থাকে ‘রান বাংলাদেশ।
এদিকে উক্ত প্রোগ্রামটির পৃষ্ঠপোষকতায় আরো থাকছে ফিনলে টি, বে গ্রুপ,পিক গিয়ার আউটডোরস,এম্বাসেডরস রেসিডেন্সি,তাহা ফ্যামিলি, এডভারগো স্পোর্ট এন্ড ফ্যাশন ওয়ার,গেটস সাম আউটডোরস শপ,মুসাফির আউটডোরস শপ,ট্রাভেল প্রো আউটডোরস শপসহ কমিউনিটি পার্টনার ‘চট্টলা রানার্স’।