ই-পেপার | সোমবার , ২ অক্টোবর, ২০২৩
×

জামিনে মুক্তি পেল ‘লাভ বাংলাদেশ পার্টি’ নেতা ফিরোজ চৌধুরী

মাত্র নয় দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছে ‘লাভ বাংলাদেশ পার্টি’ চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা ফিরোজ চৌধুরী। ৭ নভেম্বর (সোমবার), সকাল ১০ টায়, চট্টগ্রাম কারাগার থেকে তিনি মুক্তি পান। এতে ‘লাভ বাংলাদেশ পার্টি’ চট্টগ্রামে মহানগর শাখার সদস্যরা তাকে  ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।

উল্লেখ্য কয়েক মাস আগে মাদক সম্রাট খ্যাত আনোয়ারা উপজেলার গহিরা ইউনিয়নের বাসিন্দা,নারী পাচারকারী,চাঁদাবাজ,ভুয়া সাংবাদিক বজলুল হক উরফে বজল সিন্ডিকের হয়রানীমূলক জালিয়াতি মিথ্যা মামলার শিকার হন ফিরোজ চৌধুরী।

এই প্রসঙ্গে ফিরোজ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি চাঁদাবাজ বজল সিন্ডিকেটের প্রতারণার শিকার হই, এই জালিয়াতি চক্রটি আমাকে দীর্ঘ দিন ধরে হয়রানি করে আসছে,আমাকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকিও দিচ্ছে ,তারা আমাকে জালিয়াতি মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই ,সত্যের সব সময় জয় হয়, আমি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আমি প্রতিহিংসার শিকার হই, হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর কারনে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করবো।