ই-পেপার | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩
×

রামগড়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্যানেল বিতরণ

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়ায় ৭০১টি সোলার বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে।

আজ বুধবার সকাল ১১টায় উপজেলার ২নংপাতাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসব সোলার প্রত্যন্ত অঞ্চলের রিমোট এরিয়ার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ‘২য় পর্যায় শীর্ষক প্রকল্পে’র উপকারভোগীদের এই সোলার হোম সিস্টেম প্রদান করা হয়েছে। পাশাপাশি সোলার হোম সিস্টেম ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ বাবদ প্রতিজনকে ৬৫০ টাকা নগদ প্রদান করা হয়েছে।

২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদে উন্নয়ন বোর্ডের এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর( ইউপি চেয়ারম্যান), এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প কর্মকর্তাগন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সোলার বিতরণকালে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা মত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সব সময় তিন জেলার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, প্রতিটি পরিবার আলোর মুখ দেখবে কেউ অন্ধকারে থাকবে না এই প্রত্যাশায় কাজ করছে সরকার।